জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকবর খানের মৃত্যুতে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে আকবরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। মিলাদে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।
দোয়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মহিউদ্দিন ফরিদ। তিনি বলেন, ‘আমরা আকবরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তদন্তে তার মৃত্যুর রহস্য জানা যাবে, এটা আমাদের প্রত্যাশা।’
চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নিচে পড়ে ২৭ আগস্ট আহত হন আকবর। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। তার চট্রগ্রামে অবস্থান ও মৃত্যুর রহস্য জানা যায়নি পুলিশের প্রাথমিক তদন্তে।
১২তম ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আকবর ঘটনার দিন পুরান ঢাকার মেস থেকে বেরিয়ে যায় এবং তার সহপাঠীরা বিভিন্ন সময় ফোনে যোগাযোগ করলে আশপাশে অবস্থান করছে বলে জানায়। সর্বশেষ রাতে যখন আকবরের সঙ্গে যোগাযোগ করা হয় তখন সে একটু পর বাসায় ফিরবে বলে তার বড় বোনকে জানায়