জাতির পিতা বঙ্গবন্ধুর সরকারের সময়ে অর্জিত মাথাপিছু আয় ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। বঙ্গবন্ধু সরকারের ১৯৭৫ সালের ২৭৮ ডলারের মাথাপিছু আয়ের বেঞ্চমার্ক অতিক্রম করতে বাংলাদেশের লেগেছে ৪৬ বছর। আর এই কাজটি করেছেন তারই কন্যা শেখ হাসিনা ২০২১ সালে।
জিয়া, এরশাদ এবং খালেদা জিয়ার দুই মেয়াদের সরকারের সময়ে মাথাপিছু আয় বঙ্গবন্ধুর সরকারের সময়ের মাথাপিছু আয়ের চেয়ে অনেক কম ছিল।
এমন গবেষণা ফলাফল প্রকাশ করেছে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটি। মঙ্গলবার রাতে তথ্য ও গবেষণা উপ কমিটি আয়োজিত ‘মাথা পিছু আয়ে বঙ্গবন্ধু সরকারের যুগান্তকারী সাফল্য: গবেষণা ফলাফল প্রকাশনা’ শীর্ষক ওয়েবিনারে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এটি প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আলোচনা করেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, ইউএনডিপির কান্ট্রি ইকোনোমিস্ট ড. নাজনীন আহমেদ ।
গবেষণাপত্রে বলা হয়, জাতির পিতার সুদৃঢ় নেতৃত্ব, অসীম সাহসিকতা ও কঠোর পরিশ্রমের কারণে যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশে মাত্র সাড়ে তিন বছরে মাথাপিছু আয় প্রায় তিন গুণ বৃদ্ধি পায়। ১৯৭২ সালে মাথাপিছু আয় ছিল মাত্র ৯৪ আমেরিকান ডলার। জাতির পিতা ১৯৭৫ সালে মাথা পিছু আয় ২৭৮ ডলারে উন্নীত করেছিলেন।
এতে বলা হয়, মাত্র সাড়ে তিন বছরে কোনো দেশের মাথাপিছু আয় তিন গুণ বৃদ্ধির নজির পৃথিবীতে বিরল। ১৯৭৩ সালে মাথাপিছু আয় বৃদ্ধির হার ছিল ২৬.৬৮% । ১৯৭২ সালের ২৯.৩৩ % ঋণাত্মক হার বিবেচনায় ১৯৭৩ সালে প্রকৃতপক্ষে এই বৃদ্ধির হার ছিল ৫৬.৬৮%। ১৯৭৪ সালে বৃদ্ধির হার ছিল ৫২.২৪% এবং ১৯৭৫ সালে বৃদ্ধির হার ছিল ৫২.৪৯%।
মাথাপিছু আয়ের এই বৃদ্ধির হার (৫৩.৮০%) শুধু দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ নয়, পৃথিবীর হাতেগোনা কয়েকটি অর্থনীতিতে এমনটি ঘটেছে।
গবেষণাপত্রে দেখানো হয়, বঙ্গবন্ধুর সরকারের সময় বাংলাদেশে মাথাপিছু আয় দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ছিল। এছাড়া, বঙ্গবন্ধুর সরকারের সময়ে মাথাপিছু আয়ের এই বৃদ্ধির হার (৫৩.৮০%) দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ছিল। ১৯৭৪ সালে বাংলাদেশে মাথাপিছু আয় চীনের মাথাপিছু আয়কে অতিক্রম করেছিল।
গবেষণায় দেখানো হয়, ১৯৭৫ সালে যখন বাংলাদেশে মাথাপিছু আয় ২৭৮ ডলার, তখন ভারতে মাথাপিছু আয় ছিল ১৫৮ ডলার, পাকিস্তানে ১৬৮ ডলার, শ্রীলঙ্কায় ২৭৬ ডলার, নেপালে ১১৭ ডলার, আফগানিস্তানে ১৮৭ ডলার। ১৯৭৫ সালে চীনে মাথাপিছু আয় ছিল ১৭৮ ডলার।
গবেষণাপত্রে দেখানো হয়, জাতির পিতার সরকারের ১৯৭৫ সালের ২৭৮ ডলার মাথাপিছু আয়ের বেঞ্চমার্ক ২০২১ সালের আগে বাংলাদেশের কোনো সরকারের সময়ে অতিক্রম হয়নি।
জিয়াউর রহমানের সাড়ে পাঁচ বছরের শাসনামলের শেষ বছর ১৯৮১ সালে মাথাপিছু আয় ছিল ২৪৮ ডলার। এটি জিয়া সরকারের সময়ে সর্বোচ্চ মাথাপিছু আয়। ডলারের মূল্যমান ও মূল্যস্ফীতি এবং বঙ্গবন্ধু সরকারের মাথাপিছু আয়ের বৃদ্ধির হারের (৫৩.৮০%) দশ ভাগের এক ভাগ অর্থাৎ ৫% বৃদ্ধি ধরলে এটি হওয়ার কথা ছিল ৫৬০ ডলার। বঙ্গবন্ধু সরকারের সময়ের মাথাপিছু আয়ের বেঞ্চমার্ক থেকে জিয়ার সরকারের মাথাপিছু আয় ৩১২ ডলার কম ছিল।
এরশাদের শেষ আর্থিক বছর ১৯৯০ সালে মাথাপিছু আয় ছিল ৩০৬ ডলার। এটি এরশাদ সরকারের সময়ের সর্বোচ্চ মাথাপিছু আয়। বঙ্গবন্ধুর ২৭৮ ডলারের বেঞ্চমার্ক অনুযায়ী, ১৯৯০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় থাকা উচিত ছিল ৬৭৫ ডলার। আর বঙ্গবন্ধু সরকারের মাথাপিছু আয়ের বৃদ্ধির হারের (৫৩.৮০%) দশ ভাগের এক ভাগ অর্থাৎ ৫% বৃদ্ধি ধরলে ১৯৯০ সালে এটি হওয়ার কথা ছিল ৮৮৩ ডলার। বঙ্গবন্ধু সরকারের মাথাপিছু আয়ের বেঞ্চমার্ক থেকে এরশাদ সরকারের মাথাপিছু আয় ৫৭৭ ডলার কম ছিল।
খালেদা জিয়ার প্রথম মেয়াদ শেষে বাংলাদেশে মাথাপিছু আয় ছিল ৩২৯ ডলার। এটি তার সরকারের প্রথম মেয়াদের সর্বোচ্চ মাথাপিছু আয়। ১৯৭৫ সালের বঙ্গবন্ধুর ২৭৮ ডলারের বেঞ্চমার্ক অনুযায়ী ১৯৯৫ সালে বাংলাদেশের মাথাপিছু আয় থাকা উচিত ছিল ৮০১.৮৬ ডলার। এর সঙ্গে বঙ্গবন্ধু সরকারের মাথাপিছু আয়ের বৃদ্ধির হারের (৫৩.৮০%) দশ ভাগের এক ভাগ অর্থাৎ ৫% বৃদ্ধি ধরলে ১৯৯৫ সালে বাংলাদেশের মাথাপিছু আয় থাকা উচিত ছিল ১০৮০ ডলার। বঙ্গবন্ধু সরকারের সময়ে মাথাপিছু আয়ের বেঞ্চমার্ক থেকে খালেদা জিয়ার প্রথম সরকারের মাথাপিছু আয় ৭৫১ ডলার কম ছিল।
খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদ শেষে ২০০৬ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৫১০ ডলার। এটি তার দ্বিতীয় মেয়াদের সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল। ১৯৭৫ সালের বঙ্গবন্ধু সরকারের সময়ের ২৭৮ ডলারের বেঞ্চমার্ক অনুযায়ী, ২০০৬ সালে বাংলাদেশে মাথাপিছু আয় থাকা উচিত ছিল ১০৫৪ ডলার। এর সঙ্গে বঙ্গবন্ধু সরকারের মাথাপিছু আয়ের বৃদ্ধির হারের (৫৩.৮০%) দশ ভাগের এক ভাগ অর্থাৎ ৫% বৃদ্ধির হার ধরলে ২০০৬ সালে বাংলাদেশে মাথাপিছু আয় থাকা উচিত ছিল ১৪৮৫ ডলার। বঙ্গবন্ধু সরকারের সময়ের মাথাপিছু আয়ের বেঞ্চমার্ক থেকে খালেদা জিয়ার দ্বিতীয় সরকারের মাথাপিছু আয় ৯৭৫ ডলার কম ছিল।
গবেষণায় দেখানো হয়, জিয়া ও এরশাদ এবং খালেদা জিয়ার দুই মেয়াদে বাংলাদেশে মাথাপিছু আয় ভারত ও পাকিস্তান থেকে কম ছিল।
গবেষণায় দেখা গেছে, জাতির পিতার সরকারের ১৯৭৫ সালের ২৭৮ ডলারের বেঞ্চমার্ক ছুঁতে পেরেছেন তারই কন্যা শেখ হাসিনা ২০২১ সালে। বঙ্গবন্ধু সরকারের সময়ে ১৯৭৫ সালের ২৭৮ ডলার ২০২১ সালে এসে দাঁড়িয়েছে ১৩৯৫ ডলারে। এর সঙ্গে বার্ষিক বৃদ্ধির হার ৫% ধরলে সেটি দাঁড়ায় ২০৩৪ ডলার। ২০২১ সালে শেখ হাসিনার সরকার বাংলাদেশে মাথাপিছু আয় ২২২৭ ডলারে উন্নীত করেছে। ১৯৭৫ সালে মাথাপিছু আয়ের ভিত্তিতে জাতির পিতা বাংলাদেশের অর্থনীতিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ অর্থনীতিতে পরিণত করেছিলেন। ২০২১ সালে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত করেন।
গবেষণায় দেখানো হয়, বাংলাদেশের ইতিহাসে জিডিপি প্রবৃদ্ধির হার একবারই ৯ শতাংশ অতিক্রম করেছিলো ১৯৭৪ সালে জাতির পিতার সরকারের সময়। ওই বছর প্রবৃদ্ধির হার ছিল ৯.৫৯%। জাতির পিতার পর বাংলাদেশের ইতিহাসে জিডিপির প্রবৃদ্ধির হার ৮ শতাংশ অতিক্রম করে শেখ হাসিনার সরকারের সময়ে ২০১৯ সালে। ওই বছর জিডিপির প্রবৃদ্ধির হার ছিল ৮.১৫%।
ড. আবদুর রাজ্জাক বলেন, ‘বঙ্গবন্ধু যখন শুরু করেন, তখন পাকিস্তানের মাথাপিছু আয় ছিল ৯০ ডলার এবং এই ৯০ ডলার থেকে বঙ্গবন্ধু এটাকে ২৩৮ ডলার করেছেন।
‘মুক্তিযুদ্ধের শেষে বাংলাদেশের সাইজ অফ ইকোনমি ছিল মাত্র ৮ বিলিয়ন ডলার। ২০০৬ সালে বিএনপির সময়ে আমাদের টোটাল জিডিপির সাইজ ছিল ৪ লক্ষ ৮০ হাজার কোটি টাকা। আজকে সেই বাংলাদেশের জিডিপি দাঁড়িয়েছে ৩০ লক্ষ কোটি টাকারও বেশি এবং মাথাপিছু আয়, যেটা বঙ্গবন্ধু রেখে গিয়েছিলেন ২৩৮ ডলার, এটি এখন হয়েছে ২২৬০ বা ২২৩০ ডলার।’
ড. মশিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর দর্শনের প্রধান তিনটি দিক হলো, গভীর গণতান্ত্রিক মানবতা, মানুষের মর্যাদা, দেশকে চেনা ও গভীর দেশপ্রেম।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সরকার, আমদানি ও সরকারি ব্যয় মিটাবার প্রয়োজনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দিয়েছিল। বাংলাদেশ রেয়াতি সুদে ঋণ এবং অনুদান পায়। স্বাধীনতার আগের ঋণের কিছু দায়, বাংলাদেশের উপর বর্তায়; দ্বিপক্ষিক ঋণের বড় অংশ অনুদানে রূপান্তরিত হয়। বৈদেশিক মুদ্রায় ঋণ পরিশোধের দায় লাঘব হয়।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত শাসনকালে অভূতপূর্ব উন্নতি হয়। দেশদ্রোহীদের হাতে বঙ্গবন্ধু নিহত হবার পর নেমে আসে অরাজকতা। দিক নির্দেশনাহীন প্রশাসন দেশের কোনো মঙ্গল করতে পারে না। বঙ্গবন্ধু যে উন্নয়ন শুরু করেছিলেন তা থমকে যায়। জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ সরকারের দায়িত্ব গ্ৰহণের পরে, উন্নয়নের ধারা ফিরে আসে।’
তিনি বলেন, ড. সেলিম মাহমুদ অনেক পরিশ্রম ও যত্নের সঙ্গে পরিসংখ্যান/উপাত্ত সংগ্ৰহ করেছেন ও উপস্থাপন করেছেন। এই দীর্ঘ সময়ে তথ্য নির্মাণে অনেক পরিবর্তন এসেছে। খানা আয় ব্যয় সার্ভে, শিল্প ও কৃষিশুমারি ইত্যাদিতে পরিবর্তন আসে, ভিত্তি-বছর বদল হয়। উপকরণ ও উৎপাদন সহগ (ইনপুট - আউটপুট কোইফিসিয়েন্ট) পরিবর্তিত হয়। ১৯৯৩ সালে আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় আয় হিসাব পদ্ধতি পরিবর্তিত হয়; ২০০৮ সালে ওই পদ্ধতি সংশোধিত হয়, এর ফলে তথ্য-উপাত্তের অনেক পরিবর্তন হয়েছে।
ড. কাজী খলিকুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধু কীভাবে অর্থনীতির ভিত্তিটা স্থাপন করলেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি অর্থনীতি, যেটা একেবারেই বিধ্বস্ত ছিল, কৃষি বিধ্বস্ত ছিল, রাস্তাঘাট বিধ্বস্ত ছিল, পাকিস্তানিদের ফেলে যাওয়া শিল্প বন্ধ ছিল এবং বাংলাদেশি যে শিল্পগুলো ছিল, সেগুলোও চলছিল না। কোনো প্রশাসনিক ব্যবস্থা ছিল না। এ রকম একটি অবস্থা থেকে বঙ্গবন্ধু শুরু করেছিলেন, তারপর শুরু হলো অগ্রগতি।’