বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে উদ্ধার জবি শিক্ষার্থীর মৃত্যু

  •    
  • ১ সেপ্টেম্বর, ২০২১ ২১:০৯

খুলশী থানার ওসি শাহিনুজ্জামান শাহিন বলেন, ‘তিনি কীভাবে চট্টগ্রামের ওই ফ্লাইওভারে এলেন সেটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

চট্টগ্রামের জিওএস মোড় ফ্লাইওভারের নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকবর খান মারা গেছেন।

বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।

নিহত আকবর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের (১২তম ব্যাচ) ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এর আগে শুক্রবার সকালে ঢাকার সূত্রাপূরের একটি মেস থেকে শার্ট-প্যান্ট পড়ে ব্যাগে ল্যাপটপ ও ফোন নিয়ে বের হয়ে যান আকবর। পরে ওইদিন রাত ৯টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আকবরের বন্ধু ফয়সালকে ফোন করে জানান, তিনি চট্টগ্রাম জিওএস মোড় ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেছেন। পরে পুলিশ আকবরকে অজ্ঞান ও মাথার পেছনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন নিউজবাংলাকে বলেন, ‘শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নগরীর জিইসি এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হন আকবর। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।’

ওসি বলেন, ‘তিনি কীভাবে চট্টগ্রামের ওই ফ্লাইওভারে এলেন সেটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জিওএস ফ্লাইওভার এলাকার আশপাশের কোনো সিসিটিভি রেকর্ড পাওয়া গেছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘সিসিটিভি রেকর্ড পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে। অনেক তথ্য পাওয়া গেছে কিন্তু এখন সেটি প্রকাশ করলে তদন্তের অন্তরায় হিসেবে কাজ করতে পারে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল নিউজবাংলাকে বলেন, ‘থানায় অভিযোগ দেয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখার জন্য লিখিত আবেদন করতে হয় সেটি করা হয়েছে। এখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। কীভাবে ও ফ্লাইওভার থেকে পড়ল এবং কীভাবে সে ঢাকা থেকে ওখানে গেল, এগুলো তার কললিস্ট চেক করে বের করা হবে।’

তিনি বলেন, ‘এরকম একটা শিক্ষার্থী চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। লাশ গ্রামের বাড়িতে নিয়ে জানাযা শেষে দাফন করা হবে।’

প্রক্টর জানান, আকবরের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের ধুলট গ্রামে।

এ বিভাগের আরো খবর