আর্থিক অনিয়মে থাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বিমা খাতের ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ পুনর্গঠন করল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার বিএসইসি পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে মোট ১২টি কোম্পানির বোর্ড পুনর্গঠন করা হলো।
সিদ্ধান্ত অনুযায়ী রহমত উল্লাহকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হবে। তিনিসহ বাকি নয়জন স্বতন্ত্র পরিচালক কোম্পানির নতুন পরিচালনা পর্ষদ গঠন করবেন।
একই সঙ্গে কমিশন কোম্পানির বর্তমান পরিচালনা পর্ষদকে অপসারণের নির্দেশ দিয়েছে।
এর আগে বিএসইসি যেসব কোম্পানির পর্ষদ পুনগঠন করেছিল সেগুলো ছিল লোকসানি অথবা বন্ধ। উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার না থাকলেও পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
এসব কোম্পানির মধ্যে আলহাজ্ব টেক্সটাইল ও রিংসাইন টেক্সটাইল এরই মধ্যে উৎপাদন শুরু করেছে। এমারেল্ড অয়েল ১ সেপ্টেম্বর উৎপাদনের ঘোষণা দিয়েও পারেনি। তবে তারা প্রস্তুতি এগিয়ে নিয়েছে।
এই বোর্ড পুনর্গঠন ইস্যুতে প্রায় সবগুলো কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বেড়ে গেছে। আদৌ উৎপাদনে আসা নিয়ে সংশয় থাকা, বা কার্যক্রম চালু হলেও কবে মুনাফায় ফিরবে এ নিয়ে অনিশ্চয়তা থাকার পরেও কোনো কোনো কোম্পানির শেয়ারদর দ্বিগুণ, কোনোটির তিন গুণ, কোনোটির চারগুণ হয়েছে।
ফারইস্ট ইসলামী লাইফের ক্ষেত্রে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০ শতাংশ শেয়ার আছে। ২০২০ সালে লভ্যাংশ ছাড়া বাকি বছরগুলোর নিয়মিত লভ্যাংশও দিয়ে আসছে। কোম্পানিটি পুনর্গঠন করার উদ্দেশ্য আর্থিক অনিয়ম ঠেকানো।
বিএসইসির বার্তায় বলা হয়েছে, পুনগঠিত পর্ষদ আগামী ৬ মাসের মধ্যে কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনা পুনর্গঠন করবে, করপোরেট ক্যাশ ও সম্পদ ফিরিয়ে আনবে। যারা গত ১০ বছরে কোম্পানিতে আর্থিক অপরাধ ও মানি লন্ডারিং করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
পুনর্গঠিত পরিচালনা পর্ষদ নিশ্চিত করবে যে, কোম্পানির সঙ্গে তাদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক নেই।
নির্দেশনায় বলা হয়েছে, নবনির্বাচিত পর্ষদ কোম্পানিটির করপোরেট গভর্নেন্স ২০১৮ আইন অনুসারে একটি নিরীক্ষা কমিটি গঠন করবে এবং একটি নমিনেশন ও রিমুন্যারেশন কমিটি গঠন করবে।
গত ফেব্রুয়ারিতে রিংসাইন, আলহাজ্ব, সিঅ্যান্ডএ ও ফ্যামিলি টেক্সটাইলের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বিএসইসি।
এরপর একে একে পুনর্গঠন করা হয় এমারেল্ড অয়েল, ইউনাইটেড এয়ারওয়েজ, বিআইএফসি, ফাস ফাইনান্স, বিডিওয়েল্ডিং, ফু ওয়াং ফুড এবং সবশেষ নুরানী ডায়িং এর বোর্ড পুনর্গঠন করা হয়েছে।
এর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজ এর লেনদেন মূল বাজারে হচ্ছে না। ওটিসি মার্কেটে এর লেনদেন চলছে।