বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্য দেয়া বিবৃতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্যাড ব্যবহার করায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ ঘটনায় বারে একসঙ্গে কাজ করার ঐতিহ্য ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
নিজ কার্যালয়ে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, 'সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত অনেক সদস্য রাজনীতিতে জড়িত আছেন। রাজনৈতিক ব্যক্তিরা এখানে সভাপতি-সম্পাদক হন। ইতিপূর্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ব্যবহার করে কোনো রাজনৈতিক দলের পক্ষে বক্তৃতা-বিবৃতি দেয়া হয়নি। সম্পাদক বা সভাপতি বিভিন্ন বিষয়ে তাদের নিজের বক্তব্য রাখেন। কিন্তু সুপ্রিম কোর্টের প্যাড ব্যবহার করে বিবৃতি মনে হয় প্রথমবারের মতো হয়েছে।'
তিনি বলেন, 'এতে সুপ্রিম কোর্ট বারে একসাথে কাজ করার যে ঐতিহ্য সেটা ক্ষুণ্ন হয়েছে। আজকে শুনলাম পাল্টাপাল্টি স্লোগান হয়েছে। এর মাধ্যমে পরিবেশটা কিন্তু বিনষ্ট হবে।'
তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দায়ী করে বলেন, 'সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে যারা নির্বাচিত হন, তারা মূলত আইনজীবীদের কল্যাণে কাজ করে থাকেন। তারা অনেকেই কিন্তু রাজনীতি করেন। সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু সমিতির প্যাড ব্যবহার করে বিবৃতি দিয়ে তিনি ভুল করেছেন, পরে এটি তিনি নিজেই বুঝতে পারবেন। সম্পাদক হিসেবে এটা তিনি ঠিক করেননি।'
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানাতে শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্যাডে একটি বিবৃতি দেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
ব্যারিস্টার কাজল বিবৃতিতে বলেন, 'মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান একটি মীমাংসিত সত্য। ১৯৭১ সালে দিশেহারা এ জাতির ক্রান্তিলগ্নে তৎকালীন মেজর জিয়া যদি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ না করতেন ও চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে আজকে বাংলাদেশ নামে রাষ্ট্র সৃষ্টি হতো কি না সেটাই যেখানে প্রশ্ন, সেখানে মুক্তিযুদ্ধকালে রণাঙ্গনে তার ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্থাপন মুক্তিযুদ্ধের প্রতি চরম অবমাননার শামিল।’
ব্যারিস্টার কাজলের এই বিবৃতির পরই সরকারদলীয় আইনজীবীরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারই অংশ হিসেবে রোববার বিষয়টি নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল।