বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন উপাচার্য পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়

  •    
  • ২৯ আগস্ট, ২০২১ ১৫:৫৯

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর-১১ (২) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হলো।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলমের রোববার দুপুরে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

রোববার বিকেল ৪টার দিকে নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন গোলাম সাব্বির সাত্তার।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর-১১ (২) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হলো।

গোলাম সাব্বির সাত্তার ১৯৯০ সালে জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন তিনি।

রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান জানান, ই-মেইলের মাধ্যমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

রাবির সবশেষ উপাচার্য ড. আব্দুস সোবহানের উপাচার্য পদের মেয়াদ শেষ হয় চলতি বছরের ৬ মে।

এ বিভাগের আরো খবর