সপরিবারে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে যে কলঙ্ক তৈরি হয়েছে, তা সহজে ঘুচবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
শনিবার বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় আইজিপি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন বাঙালি জাতিকে দেখিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে থামিয়ে দেয়া হয়েছিল।
তবে বঙ্গবন্ধুর দেখানো স্বপ্নকে বাস্তব রূপ দিতে তার কন্যা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, আজ ১৮ কোটি মানুষের সমর্থনে বঙ্গবন্ধু তনয়া প্রমাণ করেছেন বাংলাদেশ পৃথিবীর বুকে জন্ম নিয়েছে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে টিকে থাকার জন্য। আমরা ক্ষুধাকে প্রায় পরাস্ত করতে পেরেছি। অপমানকে প্রায় পরাস্ত করেছি। বঞ্চনাকে প্রায় পরাস্ত করেছি।
‘আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য স্বাধীন ও আত্মমর্যাদাশীল জাতি রেখে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আমাদের সবার লক্ষ্য হবে বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করা।’