ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইস্কা বিলে ট্রলারডুবির ঘটনায় আরও এক মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে শনিবার সকাল পর্যন্ত ট্রলারের ২২ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন অন্তত ৩৯ যাত্রী।
বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ওই বিলের পাড়ে শনিবার সকালে দেখা যায়, নিখোঁজ স্বজনদের অপেক্ষায় রাত থেকে অবস্থান নিয়ে আছেন স্বজনরা। উদ্ধারকর্মীরাও একটানা কাজ করে যাচ্ছেন।
সকাল সাড়ে ৯টার দিকে ভেসে আসে ১০ থেকে ১২ বছরের একটি মেয়েশিশুর মরদেহ। উদ্ধারকর্মীরা পৌনে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।
শিশুটির পরিচয় এখনও নিশ্চিত করেনি পুলিশ। তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ নৌযান চলাচল
উদ্ধারকাজ নির্বিঘ্নে চালিয়ে নিতে সাময়িকভাবে বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাবেয়া আফসার শনিবার সকালে জানান, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে নৌযান চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
লইস্কা বিলে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় রাত ১১টা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
শনিবার সকালে উদ্ধার করা হয় এক শিশুর মরদেহব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। আহত ১৬ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল রাত ১১টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে ১৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহগুলো দাফনের জন্য স্বজনদের দেয়া হয় ২০ হাজার টাকা সহায়তা।
আটক তিন
বিজয়নগর উপজেলার চরইসলামপুর থেকে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন বালুবাহী ট্রলারটির চালকসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে দিয়ে দেয়।
তারা হলেন জেলার সরাইল উপজেলার ষোলাবাড়ি এলাকার ট্রলারচালক জামির মিয়া এবং তার দুই সহযোগী মো. খোকন ও মো. রাসেল।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ওই তিনজনকে আটক করা হয়। তারা এখন পুলিশ হেফাজতে।
লইস্কা বিলে ট্রলারডুবির পর রাতে ফ্লাশ লাইট জ্বালিয়ে চলেছে উদ্ধার অভিযানতদন্ত কমিটি
ট্রলারডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।
তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।