সকালে অফিসগামী মানুষের রুদ্ধশ্বাস ছোটাছুটি। গন্তব্যে যেতে যানবাহন পেতেই সময় চলে যায় অনেকটা। এরপর যানবাহন চলে কচ্ছপের গতিতে। আধা ঘণ্টার পথ যেতে নিয়মিতই লেগে যায় ঘণ্টার বেশি।
রাজধানীর যানজট নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের। তা থেকে পরিত্রাণের পথ বের করতে পারছে না ট্রাফিক পুলিশ। সড়কে নানা পরিকল্পনার পরিবর্তন, ফ্লাইওভার নির্মাণসহ বহুমুখী প্রচেষ্টার পরও জনভোগান্তি রয়ে গেছে আগের মতোই।
ঢাকায় বৃহস্পতিবার সকালেই দেখা যায়, প্রধান সড়কের প্রায় প্রতিটিতে যানবাহন চলছে ধীরগতিতে। সড়ক সংযোগগুলোতে জট লেগে গাড়ি থেমে আছে দীর্ঘ সময়। কেন এ যানজট, সে প্রশ্নের স্পষ্ট জবাব নেই কারও কাছে।
মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আব্দুর রহমান।
তিনি বলেন, ‘ঢাকা শহরের জ্যাম আর নতুন কী? এটা প্রতিদিনের ঘটনা। বিলম্বের ভয়ে সকালে বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হই অন্তত দুই ঘণ্টা আগে। এই যানজট মেনে নেয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না।’
ফার্মগেটে জ্যামে বসে থাকা তানভীর হাসান নিউজবাংলাকে বলেন, ‘বাচ্চাদের স্কুল মোহাম্মদপুরে, তাই সেখানে বাসা নিয়ে থাকতে হয়। মতিঝিলের অফিসে যেতে দুই ঘণ্টার চেয়ে বেশি সময় লেগে যায়। এখন এসব মেনে নিয়েছি, যানজটে বসে থাকা অভ্যাস হয়ে গেছে।’
ফার্মগেট এলাকায় ঢুকতে সংসদ ভবনের পূর্ব পাশে সকাল ৯টায় দেখা যায় যানজট। এরপর শাহবাগ পর্যন্ত বিভিন্ন রাস্তায় গাড়ি চলেছে থেমে থেমে। বসুন্ধরা শপিং মল সকালে না খুললেও সামনের রাস্তায় তখনই যানজট চোখে পড়ে।
শপিং মলের পাশে থাকা ব্যবসায়ী মিলন মিয়া বলেন, ‘সকাল ৮টা, সাড়ে ৮টা থেকেই এখানে জ্যাম শুরু হয়। সারা দিন কম-বেশি জ্যাম থাকেই। সকাল, বিকেল আর সন্ধ্যায় জ্যাম বেশি।’
ঢাকার সাম্প্রতিক যানজটের কারণ হিসেবে মেট্রোরেলের কাজকে দায়ী করেন ট্রাফিক পুলিশ সদস্য রুহুল আমিন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘মেট্রোরেলের কাজের কারণে রাস্তা সরু হয়েছে অনেক জায়গায়, সেখানে যানজট লেগে যায় সহজে। আবার রাস্তার মাঝখানে কাজ হচ্ছে অনেক জায়গায়, সেখানে লম্বা লাইন করে যানবাহন পার করতে সময় লেগে যায়।’
আরেক ট্রাফিক পুলিশ বলেন, ‘লকডাউন চলাকালে গণপরিবহন বন্ধ ছিল, তখনও অনেক দিন যানজট লেগে গেছে। এখন অফিস, শপিং মল খুলেছে; মানুষের যাতায়াত বেড়েছে। রাস্তায় মানুষ বেশি বের হচ্ছে। তাই যানজট বেশি।’
ট্রাফিক পুলিশ জানায়, মেট্রোরেলের কাজ ছাড়া প্রধান সড়কের অনেক স্থানে খোঁড়াখুঁড়ি করছে ওয়াসা। সব মিলিয়ে প্রতিদিন সকাল ৮টা থেকেই যানজট শুরু হয়ে যাচ্ছে। দুপুরে যানজট একটু কম থাকে। এক রাস্তায় যানজট শুরু হলে তার প্রভাব পড়তে থাকে আশপাশের এলাকায়।