বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্লোবাল পিস অ্যাওয়ার্ডে ২০ বাংলাদেশি

  •    
  • ১৮ আগস্ট, ২০২১ ১৩:৩৮

আন্তর্জাতিক শান্তি দিবসে আগামী ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউন প্লাজায় ৬ ক্যাটাগারিতে ১৮ জন সাহসী, সৃজনশীল উদ্যোক্তা, নেতা ও সংগঠনকে এই সম্মাননা পুরস্কার দেয়া হবে।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড ২০২১। এই আয়োজনে বাংলাদেশ থেকে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

আন্তর্জাতিক শান্তি দিবসে আগামী ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউন প্লাজায় ৬ ক্যাটাগারিতে ১৮ জন সাহসী, সৃজনশীল উদ্যোক্তা, নেতা ও সংগঠনকে এই সম্মাননা পুরস্কার দেয়া হবে।

পুরস্কার আয়োজন করেছে ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরাম।

পুরস্কার পেতে বিশ্বের ৩১টি দেশ থেকে আবেদন করেন ১ হাজার ৬৭৫ জন। এদের মধ্য ২০ জন বাংলাদেশিসহ ৪৮ জন মনোনীত হন।

মনোনীতদের মধ্যে রয়েছেন ইকো নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা শামীম আহমেদ মৃধা, সেভ সিলেটের প্রতিষ্ঠাতা আয়ান মুমিনুল, শিক্ষাবিদ তন্ময় পাল চৌধুরী, ড্রিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফুর রহমান শাফায়েত, সিজ দ্য ডে’র হেড অফ মার্কেটিং আকিদা বিনতে ইসলাম নুহা, ডা. রিফাত আল মাজিদ ভূঁইয়া, গিভ বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মাদ সাইফুল্লাহ মিঠু, ডিবে অর্গানাইজার বিডির প্রেসিডেন্ট এইচ এম মারজান, প্রত্যুষ প্রতিষ্ঠাতা তানভির হাসান, নন্দিতা সুরক্ষা প্রতিষ্ঠাতা তাহিয়াতুল জান্নাত, হেল্প দ্য ফিউচার প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ খালেদ এবং ওয়ান অফ ইউ প্রতিষ্ঠাতা আজিজুল ইসলাম নিলয়।

বাংলাদেশে থেকে আরও নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার্স প্রতিষ্ঠাতা এ এস এম সাদমান সাকিব, ইন্টারন্যাশনাল কাউন্সিল অব হুইলচেয়ার ক্রিকেটের সিইও মাহবুবুর রহমান, কলামিস্ট সাজিয়া আফরিন সুলতানা, বাংলাদেশ ইয়্যুথ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আইমান মাহমুদ, আর্শি কো-ফাউন্ডার সৈয়দা নাজনিন আহমেদ, পেনি ফর মানির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জেসান রেহমান এবং খন্দকার আবদুল্লাহ আল তাহমীদ, প্রতিষ্ঠাতা ও সভাপতি, ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক।

পাশাপাশি টিম ব্যর্থ ও ইয়্যুথ অ্যাকশন ফর বাংলাদেশ নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠনও বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পায়।

আয়োজনের বিষয়ে বিডিএসআইএফ ও ডিএসআইএফের প্রতিষ্ঠাতা সভাপতি আলী আকবর বলেন, মূলত যাদের অনুকরণীয় প্রচেষ্টা অন্যদের জীবনকে উন্নত করেছে এবং শান্তি ও মানবিক সেবার সংস্কৃতিতে ধারাবাহিকভাবে অবদান রেখেছে তাদেরকেই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

ইন্টারফেইথ লিডারশিপ, লিডারশিপ ইন স্ট্রেনথেনিং ফ্যামেলিস, আউটস্টান্ডিং সার্ভিস অ্যাওয়ার্ড, গুড গভার্নেন্স অ্যাওয়ার্ড, ইনোভেটিভ স্কলারশিপ ফর পিস এবং গ্লোবাল পিস অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এই মনোনয়ন দেয়া হয়।

এ বিভাগের আরো খবর