বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রংপুরের শ্রেষ্ঠ রোভার স্কাউট শামিম

  •    
  • ২১ মার্চ, ২০২১ ০১:৫৯

শ্রেষ্ঠ হওয়ার পর শামিম নিউজবাংলাকে বলেন, ‘ছোটবেলা থেকেই বাংলাদেশ স্কাউটসের সাথে যুক্ত থেকে সামাজিক সেবামূলক কাজ করার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা কলেজে পড়ার পর পূরণ হয়েছে। আগামীতেও রোভারের সাথে যুক্ত থাকতে চাই।’

রংপুর বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট হয়েছেন নওগাঁর শামিম আহমেদ। তিনি দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের ডিপ্লোমা শেষ বর্ষের ছাত্র।

শনিবার বিকেলে গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৪৪তম বার্ষিক কাউন্সিল সভায় শ্রেষ্ঠ রোভার স্কাউট, ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান।

শামিম আহমেদ দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট থেকে সিনিয়র রোভার মেট, ২০১৮-২০১৯ সালে জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের রংপুর বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

শ্রেষ্ঠ হওয়ার পর শামিম নিউজবাংলাকে বলেন, ‘ছোটবেলা থেকেই বাংলাদেশ স্কাউটসের সাথে যুক্ত থেকে সামাজিক সেবামূলক কাজ করার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা কলেজে পড়ার পর পূরণ হয়েছে। আগামীতেও রোভারের সাথে যুক্ত থাকতে চাই।’

অ্যাওয়ার্ডের জন্য ১০ ক্যাটাগরিতে ১০০ নম্বরের মধ্যে মূল্যায়ন করে অ্যাওয়ার্ড সুপারিশ কমিটি তাকে মনোনীত করে। যার মধ্যে ছিল আপডেট লগবই, আপডেট আমার স্কাউট রেকর্ড বই সেবাদানের তথ্য, পূর্বে প্রাপ্ত অ্যাওয়ার্ড, শিক্ষাগত যোগ্যতা, ক্রু-মিটিং কার্যক্রম, ইউনিট কার্যক্রমে অংশগ্রহণ, জেলা অঞ্চল ও জাতীয় পর্যায়ের প্রোগ্রামে অংশগ্রহণ, অন্যান্য সহ-পাঠ্যক্রমিক কার্যাবলি ও ইনোভেটিভ কার্যক্রম।

এর আগে ২০১৮ সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড এবং ২০১৯ সালে নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পান শামিম।

এ বিভাগের আরো খবর