বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দারাজের সঙ্গে এক হলো হাংরিনাকি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ মার্চ, ২০২১ ২১:১৪

দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘হাংরিনাকি বাংলাদেশে ফুড ডেলিভারি ব্যবসায় পথিকৃৎ। এ কারণেই আমরা বিশ্বাস করি, একেবারে প্রাথমিক পর্যায় থেকে নিজেদের ফুড ডেলিভারি ব্যবসা শুরু করার চেয়ে হাংরিনাকি অধিগ্রহণ করা ভালো।’ 

জনপ্রিয় খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হাংরিনাকির সম্পত্তি অধিগ্রহণ করেছে আলীবাবা গ্রুপের অঙ্গসংগঠন ও দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্লাটফর্ম দারাজ।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠান দুটির এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক ও হাংরিনাকির প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা এডি আহমেদসহ প্রতিষ্ঠান দুটির অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাংরিনাকির অধিকাংশ স্থাবর ও অস্থাবর সম্পত্তি দারাজ অধিগ্রহণ করেছে। তবে এতে হাংরিনাকির বর্তমান ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। সরাসরি দারাজের পরিচালনায় আলাদা ফুড প্ল্যাটফর্ম হিসেবে পরিচালিত হবে হাংরিনাকি।

অনুষ্ঠানে দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘ক্রেতাদের জন্য আমরা একটি ওয়ান স্টপ সল্যুশন হতে চাই। সে জন্য স্বাভাবিক পদক্ষেপ হিসেবে ফুড ডেলিভারি ব্যবসায় প্রবেশ করেছি।’

তিনি বলেন, ‘হাংরিনাকি বাংলাদেশে ফুড ডেলিভারি ব্যবসায় পথিকৃৎ। এ কারণেই আমরা বিশ্বাস করি, একেবারে প্রাথমিক পর্যায় থেকে নিজেদের ফুড ডেলিভারি ব্যবসা শুরু করার চেয়ে হাংরিনাকি অধিগ্রহণ করা ভালো।’

হাংরিনাকির প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা এডি আহমেদ বলেন, ‘এটা সবার জন্যই আনন্দের মুহূর্ত। এই অধিগ্রহণের মাধ্যমে বোঝা যায় আমাদের ই-কমার্স খাত একটি আশাব্যঞ্জক জায়গায় রয়েছে। এছাড়াও দেশীয় স্টার্ট আপ এবং উদ্যোক্তাদের জন্য এটি সুখবর বয়ে এনেছে।’

২০১৩ সালে যাত্রা শুরু করেীয় স্টার্ট-িনাকি’,থ সংবাদ সম্মেলনে এ ঘ খাদ্য সরবরাহ সেবাদাতা প্রতিষ্ঠান হাংরিনাকি। দেশের পাঁচটি শহরে অসংখ্য রেস্টুরেন্ট, ক্লাউড কিচেন এবং হোম কিচেন নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিদিন কয়েক হাজার গ্রাহককে খাবার পৌঁছে দিচ্ছে।

অন্যদিকে, দারাজ বর্তমানে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস। দারাজ ক্রেতা ও বিক্রেতার সংযোগ ঘটানোর মাধ্যমে লক্ষাধিক বিক্রেতার ক্ষমতায়নে কাজ করছে।

এ বিভাগের আরো খবর