বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়েস্টার্ন জিনিসে আমার আগ্রহ বেশি: রাজ ব্রো

  •    
  • ২১ জানুয়ারি, ২০২১ ২১:২৭

‘রাজ ব্রো’ পেজের কনটেন্ট ক্রিয়েটর সাজ্জাদ হাসান রাজ অভিনয়ও করেন। তবে কনটেন্ট ক্রিয়েশনেই তিনি মনোযোগ দিতে চান।

২০২০ সাল সবার জন্যে খারাপ গেলেও রাজ ব্রোর জন্যে নয়। বছরটি তার জন্যে ছিল দর্শকের কাছে পৌঁছানোর বছর। ২০২১ সালও যেন এমনই ভালো যায় সেই প্রত্যাশার কথা জানান ‘রাজ ব্রো’ পেজের কনটেন্ট ক্রিয়েটর সাজ্জাদ হাসান রাজ।

নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের স্যোশাল মিডিয়া লাইভ শো নিউজবাংলা গপসপে এসে রাজ বলেন, ‘আমি নিজেকে নিয়ে থাকতে পছন্দ করি। যখন আমি শুধু কনটেন্ট বানাতাম, তখন আমার খুবই ভালো লাগত। এখনও লাগে। তবে এখন একটি নাটকের সিরিজ নিয়ে ব্যস্ত। এনটিভিতে প্রচারিত হবে।

‘বছরের শুরুতে আমার ব্যস্ততা চলছিল এটি নিয়ে। তবে এখন সেটা কমেছে। আবার কনটেন্ট ক্রিয়েশনে পুরো মনোযোগ দিব।’

অনলাইন শিক্ষকের অভিনয় করে নিজের ভিডিওকে অনেক জনপ্রিয় করে ফেলেছিলেন রাজ। এই ভিডিও সিরিজটির পিছনের গল্প নিয়ে তিনি বলেন, ‘করোনার শুরুতে আমাদের মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। কারণ এর আগে যেটা হতো, কনটেন্ট বানানোর জন্য আমাদের তো বাইরে বের হতে হবেই। করোনার মধ্যে তো সেটা হওয়ার কোনো উপায় ছিল না।

‘চিন্তা করতে থাকলাম ঘরে বসে কী করা যায়। সেখান থেকে ভাবলাম অনলাইন ক্লাস নিয়ে যদি কিছু করা যায়। কিন্তু এর মধ্যে ঝামেলার কথা মাথায় আসলো যে শিক্ষকের অভিনয় যে করবে, তার বয়স তো একটু বেশি হওয়া দরকার। কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে তো এমন কেউ নেই। পরে আমি নিজেই বয়স্ক শিক্ষকের লুক নেয়ার সিদ্ধান্ত নিলাম।’

রাজ আরও বলেন, ‘এই সিরিজের প্রথম ভিডিও করার পর প্রথম দুই দিনের এক মিলিয়নের উপর মানুষ দেখে। যেটা আমাদের চিন্তার বাইরে ছিল। পরের কমেন্টে প্রচুর মানুষ এ সিরিজের আরও ভিডিও দেখতে চায়। তারপর আমরা একের পর এক ভিডিও করা শুরু করলাম।’

জনপ্রিয় হওয়ার আগে যখন কনটেন্ট তৈরি করতেন তখন আসলে তার নিজেকে নিয়ে কী মনে হতো। এ প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘কনটেন্ট বানাতে গিয়ে আমি দেখি যে আমি আসলে অভিনয় পারি। এর আগে আমি জানতাম আমি মোটরবাইক নিয়ে অনেক কিছু জানি। বাস্কেটবল ফ্রি স্টাইল নিয়ে আমার অনেক আগ্রহ ছিল। আমি ভুলেও জানতাম না যে আমাকে দিয়ে অভিনয় হবে কখনও।’

নিজের ভালো লাগার জায়গা নিয়ে রাজ বলেন, ‘আমার আসলে ওয়েস্টার্ন জিনিসের উপর আগ্রহ বেশি। এই যে টিচারের অভিনয় করি, সেটা শুধুই মানুষকে বিনোদন দেয়ার জন্য। একসময় আমি শুধু নিজের পছন্দের কাজগুলোই করতে চাই।’

নাটকে অভিনয় করা নিয়ে রাজ বলেন, ‘আমি নিজে কখনও নাটক দেখতাম না। মানুষের টেলিভিশনে নাটক দেখা কমে গেছে। আমি এখন নাটকে অভিনয় করছি অভিজ্ঞতা সংগ্রহ করার জন্য। আমার মূল ভালোবাসার জায়গা আমার কনটেন্ট ক্রিয়েশন। আমি এখান থেকে কখনও সরে যাব না।’

এ বিভাগের আরো খবর