মহান বিজয় দিবস উদযাপনে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে অ্যাসটরক্স।
আগামী ১৫ থেকে ১৯ ডিসেম্বর অনলাইনে কুইজ প্রতিযোগিতাটি হবে।
আয়োজনে মিডিয়া পার্টনার নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম (www.newsbangla24.com)।
প্রতিযোগিতাটি একক ও দলীয় দুই ক্যাটেগরিতে হবে।
দলীয় ক্যাটেগরিতে অংশ নিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন একটি দল করে।
আর একক প্রতিযোগিতায় স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
কুইজে অংশ নিতে আগেই ফি দিয়ে নিবন্ধন করতে হবে। এ জন্য ১০০ টাকা বিকাশ বা নগদ-এর মোবাইল ব্যাংকিং থেকে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার সময় রেফারেন্স এ BQ2020 লিখতে হবে, তারপর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে (অবশ্যই ফর্মে সঠিক ট্রানজেকশন আইডি ও নাম্বার লিখতে হবে)। তারপর একটি কনফার্মেশন মেইল যাবে। সেই মেইলে দেয়া কোড দিয়ে কুইজে অংশ নিতে হবে।
দলীয় অংশ নিতে এই ঠিকানায় (https://forms.gle/SbSqWBQmjjB6ST1ZA ) ও একক অংশ নিতে এই ঠিকানায় (https://forms.gle/j8AyakqSLKbzj2vL7) গিয়ে নিবন্ধন ফরম পূরণ করতে হবে।
নিবন্ধনের শেষ সময় ১৪ ডিসেম্বর।
বিজয়ীদের পুরস্কার হিসেবে টাকা এবং সনদ দেয়া হবে।