মডেল অন্বেষণের প্রতিযোগিতা ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক ২০২১’-এর অডিশন শেষ হয়েছে। এখন চলছে গ্রুমিং পর্ব।
করোনাভাইরাস মহামারির মধ্যে তৃতীয় বারের মতো আয়োজন করা হয়েছে প্রতিযোগিতাটির। আয়োজকদের ভাষ্য, প্রতিযোগিতায় মানা হচ্ছে স্বাস্থ্যবিধি।
যৌথভাবে আয়োজনটি করছেন ফ্যাশন ডিজাইনার ওয়ালিউদ্দিন আহমেদ ও জনপ্রিয় র্যাম্প মডেল, কোরিওগ্রাফার সৈয়দ রুমা।
গত ২৯ ডিসেম্বর রাজধানীর নিকেতনে সরাসরি ও অনলাইন অডিশনের মাধ্যমে প্রতিযোগী বাছাই করা হয়। প্রথম ধাপ পেরিয়ে এখন ২৫ জন প্রতিযোগী আছেন। এরই মধ্যে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ; গ্রুমিং সেশন।
এতে ক্লাস থাকবে ১২ থেকে ১৬টি। প্রথম অংশে বিচারক ছিলেন সৈয়দ রুমা, মারিয়া কিসপট্টা, ইউসুফ আহমদ, সালমা সরোয়ার কবিতা, আবির চৌধুরী ও জেরিন চৈতি।
খোঁজ নিয়ে জানা যায়, সেমিফাইনাল ও চূড়ান্ত পর্বে বিচারকদের তালিকায় থাকবে চমক।
‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক ২০২১’ এর অডিশন
এ বিষয়ে আয়োজক ওয়ালিউদ্দিন আহমেদ বলেন, ‘করোনার কারণে এবার ঢাকার বাইরে থেকে যারা আবেদন করেছেন, তাদের নিতে পারিনি। সম্প্রতি প্রথম অডিশন রাউন্ড সম্পন্ন করেছি। তাদের দিয়ে বিভিন্ন ফটোশুট, ভিডিও শুটসহ বিভিন্ন ব্র্যান্ডের শুট করা হবে।’
আরেক আয়োজক সৈয়দ রুমা বলেন, ‘ফ্যাশন ইন্ডাস্ট্রি এখন অনেক সম্প্রসারিত হয়েছে। তবে দেশে ভালো মডেলের সংখ্যা খুব কম।
‘এক দিনে একাধিক শো পড়লে ভালো মানের মডেল খুঁজে পাওয়া মুশকিল। তাই চেষ্টা করছি, কিছু ছেলেমেয়েকে হাতে-কলমে শিখিয়ে তৈরি করতে, যাতে তারা নিজ যোগ্যতায় কাজ করতে পারে শোবিজে।’
এ অনুষ্ঠানের ডিজিটাল পার্টনার এসকে মিডিয়া ডটকম। এ সংক্রান্ত সব আপডেট পাওয়া যাবে এসকে মিডিয়ার ফেসবুকে পেজে।
প্রতিযোগিতার গ্রুমিং পার্টনার ত্রয়ী স্টুডিও। বিউটি পার্টনার হিসেবে আছে রাজিয়া’স বিউটি সেলুন।