বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকার বাইরে ‘মানসিক প্রশান্তি’ খুঁজছেন হাজি সেলিম

  •    
  • ১০ মার্চ, ২০২১ ১৭:৫০

‘রায় শোনার পর মাননীয় এমপি বিষাদগ্রস্ত অবস্থায় আছেন। সে কারণে মানসিকভাবে স্বাভাবিক হওয়ার জন্য গাজীপুরে ঘুরতে এসেছেন। এমপি মহোদয়ের মনের অবস্থা ভালো হয়ে গেলে কয়েক দিনের মধ্যে ঢাকার বাসায় ফিরবেন।’

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সাজার রায় দিয়েছে হাইকোর্ট। তবে মঙ্গলবার সকালে বাড়ি ছাড়ার পর থেকে খোঁজ নেই পুরান ঢাকার আলোচিত এই এমপির।

বিচারিক আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে হাজি সেলিমের আপিল আবেদন মঙ্গলবার খারিজ করে বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

বিচারিক আদালতের দেয়া ১০ বছরের সাজা বহাল রাখার পাশাপাশি হাজি সেলিমকে ১০ লাখ টাকা জরিমানারও আদেশ দেয় হাইকোর্ট। অনাদায়ে তাকে এক বছরের সাজা খাটতে হবে।

আরও পড়ুন: ১০ বছর জেলে থাকতে হবে হাজি সেলিমকে

হাইকোর্টে রায় পড়া শুরুর পরপরই (মঙ্গলবার বেলা ১১টা ১) পুরান ঢাকার চকবাজারের ‘চাঁন সরদার দাদা বাড়ি’ থেকে বের হয়ে যান হাজি সেলিম।

মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করেন নিউজবাংলার প্রতিবেদক। ভিডিওতে ধরা পড়ে, ঢাকা মেট্রো-ঘ ১১-৪৫০৩ নম্বরের সাদা রঙের গাড়িতে করে বাসা ছাড়ছেন হাজি সেলিম। ঘনিষ্ঠ একজন জানান, ঢাকার বাইরে বেড়াতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: রায়ের আগে বাড়ি ছেড়ে কোথায় গেলেন হাজি সেলিম

এর এক দিন পরেও নিজ বাড়িতে ফেরেননি হাজি সেলিম। তার অবস্থান জানতে বুধবার কয়েক দফা পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করেছে নিউজবাংলা। তবে কেউ সুনির্দিষ্ট করে হাজি সেলিমের অবস্থান জানাননি।

তবে হাজি সেলিমের সঙ্গে আছেন এমন একজন নিউজবাংলাকে জানান, ‘মানসিক প্রশান্তি’ পেতে তিনি এখন গাজীপুরে আছেন।

হাজি সেলিমের মোবাইল ফোনে কল করার পর ওই ব্যক্তি সেটি রিসিভ করে বলেন, ‘রায় শোনার পর মাননীয় এমপি বিষাদগ্রস্ত অবস্থায় আছেন। সে কারণে মানসিকভাবে স্বাভাবিক হওয়ার জন্য গাজীপুরে ঘুরতে এসেছেন।’

ওই ব্যক্তি নিজের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘এমপি মহোদয়ের মনের অবস্থা ভালো হয়ে গেলে কয়েক দিনের মধ্যে ঢাকার বাসায় ফিরবেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক হাজি সেলিমের এক কর্মী নিউজবাংলাকে বলেন, ‘স্যার মঙ্গলবার বাসা থেকে বের হয়ে রাজধানীর একটি বিশেষ এলাকায় অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সেখানেই ছিলেন। এরপর সেখান থেকে স্যার কালো রঙের একটি গাড়িতে করে গাজীপুরের দিকে রওনা হন।’

তবে বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে এক অনুষ্ঠানে হাজি সেলিমকে দেখা গেছে। ওই অনুষ্ঠানের ছবি তিনি নিজের ফেসবুক পেজে পোস্টও করেন।

অবশ্য এরপরেও হাজি সেলিমের ঘনিষ্ঠদের দাবি, তিনি গাজীপুরে আছেন।

হাজি সেলিমের বর্তমান অবস্থানের কোনো তথ্য পুলিশের কাছেও নেই বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার। তিনি নিউজবাংলাকে বলেন, ‘তার (হাজি সেলিম) ওপর নজরদারির জন্য আমরা ওপর থেকে কোনো নির্দেশনা পাইনি। কাজেই তিনি বর্তমানে কোথায় আছেন সে বিষয়ে আমরা জানি না। তবে গতকাল (মঙ্গলবার) সকালের দিকে তিনি এলাকাতেই ছিলেন।’

আরও পড়ুন: হাজি সেলিম কি এখনও এমপি

হাইকোর্টের রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে হাজি সেলিমকে। তা না করলে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয়া হয়েছে। অবশ্য হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে হাজি সেলিমের।

তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা এরই মধ্যে জানিয়েছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।

এ বিভাগের আরো খবর