বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে ১২ অভিবাসী নিখোঁজ

  • বাসস   
  • ২৪ আগস্ট, ২০২৫ ১৬:০১

ভূমধ্যসাগরে স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে যাওয়ার সময় নৌকা থেকে লাফিয়ে পড়ে ১২ জন অভিবাসী নিখোঁজ হয়েছে, শনিবার সেখানকার কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মাদ্রিদ থেকে এএফপি জানায়, ক্যাব্রেরা দ্বীপের ৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একই নৌকা থেকে আরও ১৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে ।

উদ্ধারকৃত অভিবাসী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শুক্রবার ১২ জন যাত্রি নৌকা থেকে লাফিয়ে পড়েন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্পেনের সিভিল গার্ড এবং কোস্টগার্ড উত্তর আফ্রিকা থেকে আসা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, এই বছর উত্তর আফ্রিকা থেকে বালিয়ারিকে অভিবাসন ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

বছরের শুরু থেকে ১৫ আগস্ট পর্যন্ত, ৪ হাজার ৩২৩ জন অভিবাসী দ্বীপপুঞ্জে এসেছে। ২০২৪ সালে একই তারিখে এই সংখ্যা ছিল ২,৪৪৩ জন। এবারে বৃদ্ধির হার ৭৭ শতাংশ।

অন্যদিকে, পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে আগমন ৪৬ শতাংশ কমেছে।

এ বিভাগের আরো খবর