বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের মজুতাগারে হামলার দাবি পাকিস্তানের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ মে, ২০২৫ ১২:০৩

ভারত বলছে, পাকিস্তান তাদের ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর কয়েক ঘণ্টা আগেই পাকিস্তান অভিযোগ করে যে, ভারত তাদের তিনটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। ভারতের সেনাবাহিনী এই ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানকে উসকানিমূলক এবং সংঘাতমূলক আচরণের জন্য অভিযুক্ত করেছে। খবর বিবিসির।

অন্যদিকে, পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে—যা দিল্লি পুরোপুরি অস্বীকার করেছে।

গত মঙ্গলবার রাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে যে হামলা চালায়, তারই পাল্টা হিসেবে ইসলামাবাদ ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’ নামে এক অভিযান শুরু করেছে।

ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভ্যোমিকা সিং এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি উভয়েই পাকিস্তানের হামলায় ভারতের কোনো সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে—এমন দাবি প্রত্যাখ্যান করেছেন।

উইং কমান্ডার সিং বলেন, পাকিস্তান ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করেছে। তারা বলছে, আদমপুরে ভারতীয় এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতি হয়েছে, সুরাট ও সিরসায় বিমানঘাঁটি ধ্বংস হয়েছে, নাগরোটায় ব্রহ্মোস স্পেস, ডেরাঙ্গিয়ারি ও চণ্ডীগড়ে আর্টিলারি অবস্থান এবং চণ্ডীগড়ের গোলাবারুদ ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

যে কারণে পাকিস্তানের অভিযানের নাম ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’

পেহেলগাওকাণ্ডে পাকিস্তানকে দায়ী করে দেশটির অভ্যন্তরে ‌‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছে ভারত। গত মঙ্গলবার রাতে পাকিস্তানের ২৪টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মধ্য দিয়ে এই অভিযান শুরু করে ভারত। এতে দেশটিতে বহু হতাহতের ঘটনা ঘটে। এর পাল্টা জবাবে ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ নামে অভিযান শুরু করেছে পাকিস্তান।

গত শুক্রবার মধ্যরাতে ও শনিবার ভোরে ভারতের বারামুলা থেকে ভুজ পর্যন্ত বিস্তৃত এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনী। তাদের অভিযানের নাম বুনিয়ানুন মারসুস কেন- তা নিয়ে রয়েছে যুদ্ধ পর্যবেক্ষণকারীদের কৌতূহল। জানা গেছে, ‘বুনিয়ানুন মারসুস’ আরবি শব্দগুচ্ছ। এর অর্থ কংক্রিট কাঠামো বা দৃঢ় ভিত্তি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, বুনিয়ানুন মারসুস অর্থ সিসা ধাতু দিয়ে তৈরি সুরক্ষিত প্রাচীর’।

অভিযানের নাম ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ রাখা প্রসঙ্গে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, পবিত্র কোরআনের সুরা আস-সাফের ৪ নং আয়াত থেকে এ শব্দগুচ্ছ নেওয়া হয়েছে। ওই আয়াতে ব্যবহৃত ‘বুনিয়ানুন মারসুস’ ইসলামে ঐক্য, শৃঙ্খলা এবং দুর্নিবার প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মূলত এখান থেকেই পাকিস্তানের অভিযানের নামকরণ করা হয়েছে।

সুরার অনুবাদ হলো: ‘আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তার পথে লড়াই করেন, যেন তারা গলিত সিসা দিয়ে তৈরি শক্ত প্রাচীর’ (সুরা আল-সাফ, আয়াত ৪)

নয়াদিল্লির দেওয়া অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, পেহেলগাওয়ে ২৫ নারী বিধবা হয়েছেন। এদের মধ্যে মাত্র কয়েকদিন আগে একজনের বিয়ে হয়েছিল। সিঁদুর সনাতনী নারীরা বিয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেন। ভারতের হামলার নাম অপারেশন সিঁদুর রাখা হয়েছে মূলত ওই হামলায় স্বামী হারানো নারীদের ক্ষত এবং কষ্টের কথা তুলে ধরে।

ভারতের সংবাদসংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পছন্দে ‘অপারেশন সিঁদুর’ নামটি রাখা হয়েছে।

উত্তেজনার আগুনে পরমাণু নয়, বললেন খাজা আসিফ

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এই মুহূর্তে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় নেই। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে শুধু আমাদের নয়, যারা বাইরে থেকে দেখছে, তারাও এর প্রভাব থেকে রেহাই পাবে না।

ভারত-পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

খাজা আসিফ বলেন, ‘আমি বিশ্বকে বলছি, এটা শুধু এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এর ধ্বংস অনেক বিস্তৃত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘ভারত যেভাবে পরিস্থিতি তৈরি করছে, তাতে আমাদের বিকল্পগুলো কমে আসছে।’

তবে এই পরিস্থিতি চরমে ওঠার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ভারত-পাকিস্তান উভয়পক্ষই যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়।

এ বিভাগের আরো খবর