বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উত্তর প্রদেশের হাসপাতালে আগুনে ১০ নবজাতকের মৃত্যু

  • বাসস    
  • ১৬ নভেম্বর, ২০২৪ ১২:০০

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক আগুনের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে বলেন, ‘১০টি শিশু দুঃখজনকভাবে মারা গেছে। সাতটি লাশ শনাক্ত করা হয়েছে। তিনটি লাশ এখনও শনাক্ত করা যায়নি।’

ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাজ্যের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশ রাজ্যের মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে।

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক আগুনের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে বলেন, ‘১০টি শিশু দুঃখজনকভাবে মারা গেছে। সাতটি লাশ শনাক্ত করা হয়েছে। তিনটি লাশ এখনও শনাক্ত করা যায়নি।’

টাইমস নাউ জানায়, আগুনে আহত আরও ১৬ শিশুর অবস্থা গুরুতর।

এনডিটিভি জানায়, আগুনের সময় ৫৪টি নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ মৃত্যুকে ‘হৃদয়বিদারক’ আখ্যা দেন।

এ বিভাগের আরো খবর