ইসরায়েলের একের পর এক হামলায় বিধ্বস্ত লেবাননে গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। আহত হয়েছে ১৫৩ জন।
দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০০ জনে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ খবর জানায়।
এদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তা মানছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু; বরং আরও হামলার হুমকি দিয়েছেন তিনি।
বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি শুক্রবার এসব তথ্য জানায়।
এক সপ্তাহ ধরে বিরতিহীন হামলা চলছে লেবানন-ইসরায়েল সীমান্তে। প্রথমে নিয়ম করে দুই-একবার হামলা হলেও গত কয়েক দিনে বেড়েছে হামলার ভয়াবহতা।
নেতানিয়াহু প্রশাসন ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের কথা বললেও প্রাণ হারাচ্ছেন অনেক বেসামরিক নাগরিক।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযাযী, গত ২৪ ঘণ্টায় অনেক মানুষের প্রাণ গেছে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায়।
লেবাননের রাজধানী বৈরুতসহ সর্বত্র ছড়িয়ে পড়েছে হামলা। এতে প্রাণহানির সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।