বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ জুন, ২০২৪ ১১:৪৭

ভোট দিয়ে খামেনি বলেন, ‘আমার প্রিয় দেশের জন্য সর্বোত্তম দিন ও বছর দিতে সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি। ইরানিদের জন্য নির্বাচনের দিন আনন্দ ও সুখের, বিশেষত নির্বাচন যখন হয় প্রেসিডেন্ট বাছাইয়ের জন্য। কারণ জনগণের পছন্দের ভিত্তিতে নির্ধারণ হবে দেশের আগামী কয়েকটি বছরের ভাগ্য।’

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি ঠিক করতে আগাম নির্বাচনে শুক্রবার ভোট শুরু হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্রটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানানো হয়, ভোট শুরুর পরপরই তেহরানে ভোটাধিকার প্রয়োগ করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

ভোট দিয়ে খামেনি বলেন, ‘আমার প্রিয় দেশের জন্য সর্বোত্তম দিন ও বছর দিতে সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি। ইরানিদের জন্য নির্বাচনের দিন আনন্দ ও সুখের, বিশেষত নির্বাচন যখন হয় প্রেসিডেন্ট বাছাইয়ের জন্য। কারণ জনগণের পছন্দের ভিত্তিতে নির্ধারণ হবে দেশের আগামী কয়েকটি বছরের ভাগ্য।’

‘আমরা আমাদের প্রিয় জনগণকে ভোটে আসা এবং গুরুত্বপূর্ণ এ রাজনৈতিক পরীক্ষাকে গুরুত্বের সঙ্গে নেয়া এবং অংশগ্রহণের অনুরোধ জানাই।’

আয়াতুল্লাহ আরও বলেন, বিশ্বে ইসলামি প্রজাতন্ত্রের স্থায়িত্ব ও মর্যাদা নির্ভর করে ভোটে জনগণের উপস্থিতির ওপর।

ইরানে স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চাইলে প্রয়োজনে ভোটের সময় বাড়াতে পারবেন।

দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ছয় কোটি ১০ লাখের বেশি ভোটার।

নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন চার প্রার্থী।

এ বিভাগের আরো খবর