ভারতের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত ২৯২টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৪৪টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি।
ঘোষিত ২৯২টি আসনের মধ্যে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল বিজেপি পেয়েছে ১৪৪টি আসন। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল রাহুল গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে ৫৮টি আসন। তৃতীয় সর্বোচ্চ ২৩টি আসন পেয়েছে সমাজবাদী দল। আর বাকি আসনগুলো পেয়েছে অন্যান্য দলগুলো।
ভারতে এককভাবে সরকার গঠন করতে হলে ৫৪৩টি আসনের মধ্যে যেকোনো দলের ২৭২টি আসনে জয় পেতে হবে। তবে মোদির বিজেপি এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে।
তবে একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও প্রাথমিক ফলাফলে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩০০ আসনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
এনডিটিভির দেয়া তথ্যানুসারে, এই মুহূর্তে এনডি জোট এগিয়ে আছে ২৯২ আসনে। অন্যদিকে বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩২ আসনে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, জোট সরকার গঠনের জন্য ইতোমধ্যে তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডুকে ফোন করেছেন বিজেপি নেতা ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নরেন্দ্র মোদির ঘাঁটি খ্যাত উত্তরপ্রদেশেই এবার ধাক্কা খেয়েছে বিজেপি। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, এ রাজ্যে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে শক্ত টক্কর দিচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া।
উত্তরপ্রদেশ রাজনৈতিকভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। কারণ এ রাজ্যেই রয়েছে লোকসভার ৮০টি আসন।
অন্যদিকে, পশ্চিমবঙ্গেও সুবিধা করতে পারেনি বিজেপি। পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস অন্তত ৩২ আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।
এমতাবস্থায় সরকার গঠন করতে হলে বিজেপির এনডিএ জোটে থাকা শরিক দলগুলোর সঙ্গে সমঝোতা করা ছাড়া উপায় নেই।
গত নির্বাচনেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করে। তবে সেবার একাই ৩০২টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। ফলে তারা চাইলে জোট ছাড়াই সরকার গঠন করতে পারত, তবে এবার তাদের আর সেই সুযোগ নেই।