বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌ মহড়ায় লক্ষ্যবস্তু ধ্বংসে সফল ইরানি ক্ষেপণাস্ত্র

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ আগস্ট, ২০২৫ ২২:৫৭

ইরানের নৌবাহিনী সমুদ্র থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে। দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ‘নাসির’ ও ‘গাদির’ এবং মাঝারি পাল্লার জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘কাদের’ ব্যবহার করে এই নৌ মহড়ার পর্যায়ে লক্ষ্যবস্তুকে ধ্বংস করা হয়েছে।

মহড়ার ‘ইকতেদার ১৪০৪’ বা ‘সাসটেইনেবল পাওয়ার ১৪০৪’ সামরিক মহড়ার মূল ধাপে বিভিন্ন ধরনের নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ভূপৃষ্ঠ ও জাহাজ থেকে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলো উত্তর ভারত মহাসাগর, ওমান সাগর এবং উপকূলীয় লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত করেছে।

মহড়ার সময় গাইডেড মিসাইল ক্রুজার ‘জেনেভেহ’ এবং ‘সাবালান’ ডেস্ট্রয়ার একসঙ্গে ‘নাসির’, ‘গাদির’ ও ‘কাদের’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ‘কাদের’ হলো মাঝারি পাল্লার জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা এবং লক্ষ্যবস্তুতে সঠিক আঘাত হানার ক্ষমতাসম্পন্ন। এটি জাহাজ এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে ব্যবহৃত হয়।

অপরদিকে, ‘গাদির’ দীর্ঘ পাল্লার রাডার-এড়ানো জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি মূলত জাহাজের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যবহৃত হয় এবং লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

ইরানি সেনাবাহিনী ও নৌবাহিনী বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী মহড়ার অপারেশনাল পর্ব শুরু করে। এতে অংশ নেয় ভূপৃষ্ঠ, জাহাজ ও বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্র-ভিত্তিক ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট। মহড়া দুই দিনব্যাপী চলবে এবং এর মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শিত হয়েছে।

ইরানের তেল বাণিজ্যের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের অবৈধ তেল বিক্রিতে সহায়তাকারী ব্যক্তি এবং কোম্পানিগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা চীনভিত্তিক দুটি অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য টার্মিনাল অপারেটরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে— তারা যুক্তরাষ্ট্রের মনোনীত একাধিক ট্যাঙ্কারে ‘লাখ লাখ ব্যারেল’ ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে।

ট্রেজারি বিভাগ গ্রীক নাগরিক আন্তোনিওস মার্গারাইটিস, তার নেটওয়ার্ক এবং কোম্পানিগুলোকেও ইরানি পেট্রোলিয়াম পরিবহনের জন্য জাহাজ শিল্পে তার অবস্থানকে কাজে লাগানোর অভিযোগে অভিযুক্ত করেছে।

ইরানি তেল রপ্তানিতে সহায়তার অভিযোগে আরও বেশ কয়েকটি জাহাজ এবং অপারেটরকে নিষিদ্ধ করা হয়েছে।

এক বিবৃতিতে ওয়াশিংটন বলেছে, ‘এই পদক্ষেপগুলো তেহরানের উন্নত অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন এবং আমাদের সৈন্য এবং আমাদের মিত্রদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ‘

ইরানের তেল বাণিজ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র নিষেধাজ্ঞা সত্ত্বেও, তেহরান তাদের প্রধান আমদানিকারকদের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে বলে দেখা গেছে পরিসংখ্যানে।

এ বিভাগের আরো খবর