যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিউ ইয়র্কের ম্যানহ্যাটন আদালতের হাশ মানি মামলায় দোষী সাব্যস্ত করে দেয়া রায়কে সঠিক ও স্বচ্ছ বলে মনে করছেন অধিকাংশ ভোটার।
সিবিএস নিউজের করা এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
হাশ মানি মামলায় ডোনাল্ড ট্রাম্প দোষী কিনা- এমন প্রশ্নের ভিত্তিতে রায়ের আগে মে মাসের ১৪ থেকে ২১ তারিখ পর্যন্ত জরিপ চালায় এনবিসি। এক হাজার ৪০২ জন প্রাপ্তবয়স্ক আমেরিকানের জাতীয় প্রতিনিধিত্বমূলক নমুনার ওপর ভিত্তি করে জরিপটি চালানো হয়।
রায়ের পর ৩০ মে থেকে ১ জুন আবারও প্রথম জরিপে অংশ নেয়া এক ৪০২ জনের মধ্যে ৯৮৯ জনের কাছে আরেকটি প্রশ্নের ভিত্তিতে মতামত চাওয়া হয়।
প্রশ্নটি ছিল- আদালতের বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ মনে করছেন কিনা।
রায়ের আগে অর্ধেকের বেশি ভোটারের মতামত ছিল যে ট্রাম্প দোষী। আর রায়ের পর জরিপে অংশ নেয়া অর্ধেকেরও বেশি ভোটার একইভাবে মনে করেন যে জুরি বোর্ড স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে রায়ে পৌঁছেছে এবং বিচারটি ন্যায্য ছিল।
নতুন জরিপে অংশ নেয়া ৫৬ শতাংশ ভোটার মনে করেন ট্রাম্পের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল। বাকি ৪৪ শতাংশ বিপরীত মত দিয়েছেন।
জরিপে অংশ নেয়া ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ৯৬ শতাংশ মনে করেন ট্রাম্পের রায় স্বচ্ছ ছিল। কিন্তু ৮২ শতাংশ রিপাবলিকান মনে করেন ট্রাম্পের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না।
ট্রাম্প হাশ মানি মামলায় সঠিক বিচার পেয়েছেন কিনা- এমন প্রশ্নেও ৫৭ শতাংশ সঠিক বিচারের পক্ষে মত দিয়েছেন। একইভাবে এক্ষেত্রেও ৮২ শতাংশ রিপাবলিকান মনে করেন ট্রাম্প রায়ে সঠিক বিচার পাননি।
রায়ে দোষী সাব্যস্ত হওয়ার কারণে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে উপযুক্ত কিনা- এমন প্রশ্নে ৫১ শতাংশ ভোটার মনে করেন তিনি উপযুক্ত নন। অন্যদিকে ৪০ শতাংশ মনে করেন ট্রাম্প এরপরও প্রেসিডেন্ট হিসেবে উপযুক্ত। বাকি ৮ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।
তবে হাশ মানি মামলায় আদালতের রায়ে সাবেক প্রেসিডেন্টের জেল হওয়া উচিত কিনা- এমন প্রশ্নে ৪৫ শতাংশের মত হলো, এটি হওয়া ঠিক নয়। বাকি ৩৮ শতাংশ ট্রাম্পকে জেলে পাঠানোর পক্ষে মত দিয়েছেন। এ প্রশ্নে নিরপেক্ষ ছিলেন ১৭ শতাংশ।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী হিসেবে রায়ের পর ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের মনোভাব কেমন সে নিয়েও জরিপ চালানো হয়।
দোষী সাব্যস্তের পরও ৭২ শতাংশ ট্রাম্পের প্রতি অনুগত থাকার পক্ষে ভোট দিয়েছেন।
সর্বোপরি, এই জরিপের ফল দেশের বৃহৎ ভোটারদের ধারণা প্রকাশ করে না।
ট্রাম্পের বিরুদ্ধে এই রায়ে ডেমোক্র্যাটরা বেশিরভাগই আনন্দিত এবং স্বস্তি বোধ করলেও অনেকেই বলেছেন, নির্বাচনে এর প্রভাব নিয়ে তারা খুব বেশি আশাবাদী নন।
অপরদিকে রিপাবলিকানরা আদালতের এই রায়ে ক্ষুব্ধ হওয়ার চেয়ে বেশি হতাশ। তবে বিশেষভাবে তারা এই রায়ে অবাক হননি।