জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
দেশটির ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপ এলাকায় স্থানীয় সময় সোমবার সকালে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানায় দ্য জাপান টাইমসসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
জাপানের আবহাওয়া সংস্থা বলছে, নোটো উপদ্বীপের উত্তর-পূর্ব উপকূলে সুজু শহরে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কম্পন অনুভূত হয়, তবে এ কম্পনের জেরে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে ১ জানুয়ারি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে জাপানের ইশিকাওয়া অঞ্চলের নোটো এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৬।
ওই সময় ভূমিকম্পে অনেক ভবন ধ্বংস হয়ে যায়, কয়েক হাজার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। কিছু উপকূলীয় অঞ্চলে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়।
জাপানে আঘাত হানা ভূমিকম্পটি দেশটির পশ্চিম উপকূল এবং প্রতিবেশী দক্ষিণ কোরিয়া বরাবর প্রায় ১ মিটার জল তরঙ্গ ছড়ায়।