ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতির কথা শুক্রবার জানিয়েছে হামাস।
ফিলিস্তিনের গাজার শাসক দলটির সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবেইদা এক ভিডিওবার্তায় এ কথা জানান বলে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘আমাদের জনগণের ওপর আগ্রাসন বন্ধে আমাদের (হামাস) পূর্ণ অঙ্গীকার সত্ত্বেও আমরা শত্রুর সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত’, বলেন আবু ওবেইদা।
তিনি জানান, আল-কাসাম ব্রিগেডসের যোদ্ধারা গত ১০ দিনে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর ১০০ সামরিক যানকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
তার অভিযোগ, ইসরায়েলের সেনাবাহিনী তাদের সব ক্ষতির কথা ঘোষণা করে না।
‘আল-কাসাম ব্রিগেডস যোদ্ধারা রাফাহ শহরের পূর্বাঞ্চলে শত্রুদের ওপর মারাত্মক আঘাত হেনেছে’, বলেন আবু ওবেইদা।
গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনী মিসর সীমান্তবর্তী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে হামলা করে, যেখানে আশ্রয় নেন বাস্তুচ্যুত ১৫ লাখের বেশি ফিলিস্তিনি।
রাফাহতে হামলার পাশাপাশি সীমান্তের ফিলিস্তিন অংশের নিয়ন্ত্রণও নেয় ইসরায়েল।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার জবাবে গাজায় পাশবিক আক্রমণ শুরু করে ইসরায়েল।
হামাসের হামলায় নিহত হয় প্রায় এক হাজার ১৩৯ ইসরায়েলি। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি।