ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে চীনের পরিকল্পনায় রাশিয়ার সমর্থন আছে জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সমস্যার নেপথ্যের কারণ নিয়ে পরিপূর্ণ বোঝাপড়া আছে বেইজিংয়ের।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক সাক্ষাৎকারে পুতিন তার এ অবস্থানের কথা জানান, যেটি প্রকাশ হয় বুধবারের প্রথম প্রহরে।
এ সপ্তাহেই রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে যাচ্ছেন পুতিন। এর আগে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়াকে দেয়া ওই সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে সংলাপ ও আলোচনার বিষয়ে উন্মুক্ত অবস্থানে আছে রাশিয়া।
তিনি বলেন, গত মাসে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং প্রকাশিত চীনা পরিকল্পনা ও পরবর্তী নীতিমালাগুলোতে সংঘাতের পেছনের বিষয়গুলোকে আমলে নেয়া হয়েছে।
চীনের পরিকল্পনায় রাশিয়ার সমর্থনের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেন সংকট নিরসনে চীনের দৃষ্টিভঙ্গির বিষয়ে আমাদের মূল্যায়ন ইতিবাচক।
‘বেইজিংয়ে তারা প্রকৃত অর্থে এর (সংঘাত) মূল কারণ এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অর্থ বোঝেন।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে দুই বছর পেরিয়ে গেলেও যুদ্ধ বন্ধে কোনো মতৈক্যে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।