যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখায় আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্র টিকিয়ে রাখতে ভিন্নমত পোষণ করা জরুরি। কিন্তু ভিন্নমত পোষণ করতে গিয়ে বিশৃঙ্খলা কাম্য নয়।’
সিবিএস জানিয়েছে, হোয়াইট হাউসে বৃহস্পতিবার দেশজুড়ে ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাসে চলমান বিক্ষোভ নিয়ে এমন মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, ‘বাক-স্বাধীনতার পাশাপাশি আইনের শাসন বজায় রাখাও আমার দায়িত্ব।
‘এই বিক্ষোভ ইসরায়েল-হামাস যুদ্ধে আমার নীতি ও অবস্থান পরিবর্তন করবে না।’
তবে প্রেসিডেন্ট সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কলেজ ক্যাম্পাসে ন্যাশনাল গার্ড অনুপ্রবেশের দরকার নেই।
বাইডেন বলেন, ‘ধ্বংসাত্মক আচরণ, জানালা ভাঙা, ক্যাম্পাস অচল করে দেয়া, স্নাতক অনুষ্ঠান ও ক্লাস বন্ধ করে দেয়া- এগুলোর কোনোটিই শান্তিপূর্ণ প্রতিবাদ নয়। লোকজনকে হুমকি দেয়া, ভয় দেখানো, নাগরিকদের মনে ভীতি সৃষ্টি করা আইনের বিরোধী।
‘গণতন্ত্র টিকিয়ে রাখতে ভিন্নমত পোষণ অত্যন্ত জরুরি। কিন্তু ভিন্নমত পোষণ করতে গিয়ে বিশৃঙ্খলা ও এর মাধ্যমে অন্য ছাত্রদের সেমিস্টার ও কলেজ শিক্ষার অধিকার বঞ্চিত করাটা কখনোই কাম্য নয়।’
যুক্তরাষ্ট্রের কোথাও ইহুদি-বিরোধের জায়গা নেই উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘মানুষের শিক্ষা গ্রহণ, ডিগ্রি অর্জনের অধিকার রয়েছে। নির্ভয়ে ক্যাম্পাসে হেঁটে বেড়ানোর অধিকার রয়েছে। একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই- আমেরিকার কোথাও, কোনো ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ বা ইহুদি ছাত্রদের বিরুদ্ধে সহিংসতা কিংবা হুমকির জায়গা হবে না।’
হোয়াইট হাউস জানিয়েছে, তারা বিশ্বাস করে যে বিক্ষোভকারীদের ছোট একটি অংশ ক্যাম্পাসে সহিংসতার জন্য দায়ী।
ইউসিএলএ ক্যাম্পাসে প্রবেশ করে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের শিবির ভেঙে গুড়িয়ে দেয় পুলিশ। ছবি: সংগৃহীত
ইউসিএলএ ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ
ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলি সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আটক করা হয়েছে অনেককে। বিক্ষোভ দমনে পিপার বল এবং রাবার বুলেট ছোড়ার ঘটনাও ঘটেছে।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের মধ্যে বিভিন্ন দাবি তোলা হচ্ছে। বেশিরভাগ বিক্ষোভে ইসরায়েল ও গাজার যুদ্ধকে সমর্থনকারী সংস্থাগুলো থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) ক্যাম্পাসে শিবির স্থাপন করা ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলি সমর্থকদের হটিয়ে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো ক্যাম্পাস এখন পুলিশের নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় এখান থেকে কয়েক শ’ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
ইসরায়েলি সমর্থকরা ইউসিএলএ ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের একটি শিবির ভেঙে ফেলার চেষ্টা চালায়। এতে ক্যাম্পাসে ভিন্ন মাত্রার উত্তেজনা দেখা দেয়। এই পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ডেকে আনা হয়।
সিএনএন জানায়, ক্যাম্পাসের কর্মকর্তারা পুলিশ ডেকে আনার প্রায় তিন ঘণ্টা পর ইউসিএলএ ক্যাম্পাসে বিক্ষোভকারীদের শিবিরের নিয়ন্ত্রণ নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা ইউসিএলএ ক্যাম্পাসে শিবির স্থাপর করা বিক্ষোভকারীদের হটিয়ে ক্যাম্পাস খালি করা দেয়।
পুলিশ এর আগে ইউসিএলএ ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের শিবিরগুলোকে বেআইনি হিসেবে অভিহিত করে।
এদিকে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলি সমর্থকদের মধ্যে সৃষ্ট সংঘর্ষ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তোলা হচ্ছে। বেশিরভাগ বিক্ষোভে ইসরায়েল ও গাজার যুদ্ধকে সমর্থনকারী সংস্থাগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে।
ইউনিভার্সিটি অফ অ্যারিজোনায় বিক্ষোভকারীদের ওপর বুধবার পিপার বল ও রাবার বুলেট ছুড়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটি অ্যান্ড সিটি কলেজে প্রায় ৩০০ বিক্ষোভকারীকে আটক করা হয়। কলাম্বিয়ার হ্যামিল্টন হল দখলকারীদের মধ্যে কতজন শিক্ষার্থী ছিলেন সেটি স্পষ্ট করেনি পুলিশ।
ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের লোয়েনস্টাইন ভবনের ভেতরে কয়েক ডজন বিক্ষোভকারী ক্যাম্প স্থাপন করায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে অন্তত ২২ মে পর্যন্ত ক্যাম্পাসে থাকতে বলেছে।
ইউনিভার্সিটি অ্যাট বাফেলোর নর্থ ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের পর বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ জনকে আটক করা হয়।
নিউ হ্যাম্পশায়ারের হ্যানোভার শহরের পুলিশ জানিয়েছে, ডার্টমাউথ কলেজে বুধবার ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ চলাকালে সেখান থেকে অনুপ্রবেশের দায়ে সন্দেহভাজন ৯০ জনকে আটক করা হয়েছে।
ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট ডালাস থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ১৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।