বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আদালত অবমাননার দায়ে ট্রাম্পকে জরিমানা, কারা-সতর্কতা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ মে, ২০২৪ ১৮:২৯

লিখিত আদেশে বিচারক হুয়ান মারকান বলেন, ‘এই জরিমানা ধনী ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ট্রাম্পের জন্য যথেষ্ট না-ও হতে পারে। তবে উচ্চতর জরিমানা আরোপের ক্ষমতা আমার নেই। আর ট্রাম্প গ্যাগ অর্ডার লঙ্ঘন করতে থাকলে প্রয়োজনে কারাগারের শাস্তি আরোপ করা হবে।’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আদালত অবমাননার দায়ে জরিমানা করা হয়েছে। হাশ মানি ট্রায়ালের বিচারক মঙ্গলবার তাকে নয় হাজার ডলার জরিমানা করেন।

বিচারক একইসঙ্গে জানিয়েছেন, ট্রাম্প যদি গ্যাগ অর্ডার লঙ্ঘন করতে থাকেন তবে তিনি তাকে কারাগারে পাঠানোর বিষয়টি বিবেচনা করবেন।

লিখিত আদেশে বিচারক হুয়ান মারকান বলেন, ‘এই জরিমানা ধনী ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ট্রাম্পের জন্য যথেষ্ট না-ও হতে পারে। দুঃখিত, এর চেয়ে উচ্চতর জরিমানা আরোপের ক্ষমতা আমার নেই।

‘বিবাদীকে সতর্ক করা হচ্ছে যে, আদালত তার আইনি আদেশের ইচ্ছাকৃত লঙ্ঘন সহ্য করবে না। যদি এই পরিস্থিতিতে প্রয়োজন হয় তবে আদালত কারাগারের শাস্তি আরোপ করবে।’

ট্রাম্প যাতে সাক্ষী ও মামলার সঙ্গে জড়িত অন্যদের সমালোচনা করতে না পারেন, সেজন্য এই নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারক মারকান।

বিচারক ট্রাম্পকে নয়টি অনলাইন বিবৃতির প্রতিটির জন্য এক হাজার ডলার করে জরিমানা করেন। তিনি বলেন, ট্রাম্প বিচারে সাক্ষী বা অন্যান্য অংশগ্রহণকারীর সমালোচনা না করার আদেশ লঙ্ঘন করেছেন। প্রসিকিউটররা সম্ভাব্য লঙ্ঘন হিসাবে ১০টি পোস্টকে চিহ্নিত করেছেন।

১০ থেকে ১৭ এপ্রিলের মধ্যে করা ওইসব পোস্টে তার সাবেক আইনজীবী মাইকেল কোহেনকে ‘সিরিয়াল লায়ার’ হিসেবে অভিহিত করে পোস্ট প্রকাশ করা হয়। এই বিচারে কোহেন একজন বিশেষ সাক্ষী হবেন বলে আশা করা হচ্ছে।

আরেকটি পোস্টে ফক্স নিউজের একজন পণ্ডিতকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ‘ছদ্মবেশী উদারপন্থী কর্মীরা’ জুরিদের মাঝে লুকিয়ে থাকার চেষ্টা করছে।

ট্রাম্প দাবি করেন, তিনি নিজে লেখেননি এমন পোস্ট করার জন্য তাকে দায়বদ্ধ করা যায় না।

তবে বিচারক ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

বৃহস্পতিবার শুনানিতে অন্যান্য বক্তব্যের জন্য আরও জরিমানা আরোপ করা যায় কিনা তা বিবেচনা করবেন বিচারক। তিনি ট্রাম্পকে তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট এবং তার প্রচারণা ওয়েবসাইট থেকে বিবৃতিগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, মারকান তার বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছেন। ইতিহাসে আমিই একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী যাকে গ্যাগ অর্ডার দেয়া হয়েছে।’

ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘এই পুরো ট্রায়াল কারচুপিতে পরিপূর্ণ।’

ট্রাম্পের আইনজীবী টড ব্লাঞ্চে বলেন, বিবৃতিগুলো ছিল রাজনৈতিক আক্রমণের প্রতিক্রিয়া।

তবে বিচারক মারকান উল্লেখ করেছেন, ব্লাঞ্চে এমন কোনো প্রমাণ সরবরাহ করতে সক্ষম হননি যে প্রত্যাশিত সাক্ষীরা ট্রাম্পের প্রতি আক্রমণআত্মক ভাষায় কথা বলেছেন।

শুক্রবারের মধ্যে নয় হাজার ডলার জরিমানা ট্রাম্পের জন্য তুলনামূলকভাবে নগণ্য। ট্রাম্প ইতোমধ্যে অন্য দুটি মামলায় নাগরিক রায়ের আপিল করার সময় ২৬৬ দশমিক ৬ মিলিয়ন ডলার বন্ড পোস্ট করেছেন।

তবে সাবেক কোনো আমেরিকান প্রেসিডেন্টের প্রথম ফৌজদারি বিচারে কারাদণ্ড হলে তা হবে নজিরবিহীন ঘটনা।

আর শেষ পর্যন্ত যদি তা-ই হয়, তবে ট্রাম্পকে নিউ ইয়র্ক সিটির রাইকার্স আইল্যান্ডের কারাগারে পাঠানো হবে কিনা বা নিরাপত্তার উদ্বেগের জন্য আরও নমনীয় আচরণের প্রয়োজন হবে কিনা তা স্পষ্ট নয়।

সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সিক্রেট সার্ভিসের নিরাপত্তায় রয়েছেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১৩০ হাজার ডলার ঘুষ দেয়ার বিষয়টি গোপন করার জন্য ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করেছেন।

এ বিভাগের আরো খবর