রাশিয়ার কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ শহরে একটি বাঁধ ভেঙে বন্যায় কমপক্ষে ১০ হাজার বাড়ি প্লাবিত হয়েছে।
এ ঘটনায় রাশিয়ার বন্যা কবলিত ওরেনবার্গ অঞ্চলে রোববার জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
ওরেনবার্গের গভর্নর ডেনিস পাসলার জানান, এ অঞ্চলে বন্যা সবচেয়ে বেশি আঘাত হানে। শুক্রবারের বন্যার ঘটনায় রোববার পর্যন্ত ছয় হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। অঞ্চলের ৪০টি স্কুলের মধ্যে ১৫টি প্লাবিত হয়েছে।
রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বাসিন্দারা গলা পর্যন্ত পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। কেউ কেউ নৌকায় করে যাতায়াত করছে।
ফুটেজে আরও দেখা যায়, হাজার হাজার বাড়ি-ঘর ডুবে গেছে। আটকে পড়া কুকুরকে উদ্ধার করছেন কর্মীরা।
গভর্নর ডেনিস পাসলার বলেন, ভয়াবহ এ বন্যায় ওরস্ক অঞ্চলের অবস্থা খুবই খারাপ। সীমান্ত শহরটিতে প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ বসবাস করেন। এলাকাটি উরাল পর্বতমালার ওরেনবার্গ অঞ্চলে অবস্থিত।
কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ শনিবার বলেন, বন্যাটি ৮০ বছরের ইতিহাসে কাজাখস্তানের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে।
এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বন্যার ঘটনায় পুতিনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।