যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছরের মধ্যে চীনের জনগণের মধ্যে সরকারবিরোধী মনোভাব তৈরির অংশ হিসেবে গোপন অভিযানে নামতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে ডনাল্ড ট্রাম্প অনুমতি দিয়েছিলেন বলে রয়টার্সকে জানিয়েছেন আমেরিকার সাবেক কয়েকজন কর্মকর্তা।
অতি গোপন অভিযান সম্বন্ধে প্রত্যক্ষভাবে জানা তিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য প্রচারে ছোট একটি দল তৈরি করে সিআইএ, যার সদস্যরা অনলাইনে ভুয়া আইডি ব্যবহার করতেন। এ দলের সদস্যরা বিদেশি সংবাদমাধ্যমগুলোর কাছে চীনা কর্মকর্তাদের জন্য অপমানজনক গোয়েন্দা তথ্য ফাঁস করতেন।
সিআইএকে দিয়ে ট্রাম্পের চীনবিরোধী তৎপরতা শুরু হয় ২০১৯ সালে, যা নিয়ে রয়টার্সের আগে প্রতিবেদন প্রকাশ করেনি কোনো সংবাদমাধ্যম।
বিগত এক দশকে দ্রুততার সঙ্গে বৈশ্বিক প্রভাব বৃদ্ধির পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সামরিক চুক্তি, বাণিজ্য চুক্তি ও ব্যবসায়িক অংশীদারত্ব গড়েছে চীন।
সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানায়, সিআইএর দলটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সদস্যদের বিরুদ্ধে অবৈধভাবে পাওয়া অর্থ বিদেশে লুকিয়ে রাখার অভিযোগ প্রচার করে।
এসব অভিযানের বিষয়ে সুনির্দিষ্ট বিশদ বিবরণ দিতে রাজি হননি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তাদের ভাষ্য, চীনের কর্মকর্তাদের জন্য অপমানজনক বয়ানগুলো বাস্তব ঘটনার ভিত্তিতে তৈরি হলেও গোয়েন্দা দল গোপন পরিচয়ে সেগুলো প্রকাশ করে।