যুক্তরাষ্ট্রে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিকল্প হিসেবে একটি জরিপে সবচেয়ে এগিয়ে থাকা সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রার্থিতার বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজের মঙ্গলবারের এক প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়।
এনবিসি নিউজকে পাঠানো এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রীর কার্যালয় বলেছে, প্রেসিডেন্ট পদে লড়ার কোনো ইচ্ছা নেই মিশেল ওবামার। যদিও তার অনেক সমর্থক এ বিষয়ে জানতে মুখিয়ে আছেন। তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও প্রেসিডেন্ট জো বাইডেনের পুননির্বাচনের প্রচারে সক্রিয় সমর্থন দিয়ে যাচ্ছেন।
মিশেলের কার্যালয়ের যোগাযোগবিষয়ক পরিচালক ক্রিস্টাল কারসন বলেন, ‘সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বিগত বছরগুলোতে কয়েকবার প্রেসিডেন্ট পদে লড়বেন না বলে জানিয়েছেন। মিসেস ওবামা প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পুনর্নির্বাচনের প্রচারে সমর্থন দিচ্ছেন।’
যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ প্রতিষ্ঠান রাসমুসেন রিপোর্টসের জরিপে অংশগ্রহণকারী ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের ৪৮ শতাংশ বাইডেনের পরিবর্তে অন্য কাউকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে দেখতে চেয়েছেন।