রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে তার জন্মস্থান সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে সাবলীলভাবে হারিয়েছেন আলোচিত সাবেক রাষ্ট্রপ্রধান ডনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার এ জয়ের মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বেশ কিছু ফৌজদারি অপরাধের মামলা থাকার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী সাউথ ক্যারোলিনার দুইবারের গভর্নর হওয়ার পরও দক্ষিণের রাজ্যটিতে ট্রাম্প জিতবেন বলে ধরে নেয়া হচ্ছিল, যেটি সত্য প্রমাণ হলো।
বিশাল এ জয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী হ্যালিকে প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়াতে ট্রাম্পের মিত্রদের চাপ বাড়বে বলে আশা করা হচ্ছে, তবে এখনই মাঠ ছাড়বেন না বলে জানিয়েছেন হ্যালি।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক এ দূত বলেছেন, আগামী ৫ মার্চ ‘সুপার টুয়েসডে’ নাগাদ লড়বেন তিনি, যেদিন যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলের রিপাবলিকান ভোটাররা তাদের ভোট দেবেন।
সর্বশেষ প্রাইমারিতে এডিসন রিসার্চের হিসাব অনুযায়ী, গণনাকৃত ৮৩ শতাংশ ভোটের মধ্যে ট্রাম্প পান ৬০ শতাংশ, যার বিপরীতে হ্যালি পান ৩৯ দশমিক ৪ শতাংশ ভোট। সাবেক প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে ছিলেন ২০ দশমিক ৬ শতাংশ ভোটে।
এর আগে রাজ্যজুড়ে জনমত জরিপগুলোতে গড়ে ২৭.৬ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন ট্রাম্প।