ঋণদাতার কাছে নিজের সম্পদের মূল্য বেশি দেখিয়ে প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ৩৫ কোটি ৪৯ লাখ ডলার জরিমানার আদেশ দিয়েছে নিউ ইয়র্কের এক আদালত।
বিচারক আর্থার এনগোরন শুক্রবার জালিয়াতির অভিযোগে করা এ মামলার রায় দেন বলে জানায় রয়টার্স। এ ছাড়া ট্রাম্প তিন বছর নিউ ইয়র্কে কোনো ব্যবসা করতে পারবেনা না।
প্রতিবেদনে বলা হয়, এ রায়ে ট্রাম্পের বিশাল আবাসন ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।জরিমানা ছাড়াও তিন মাস ধরে চলা এ মামলার রায়ে ট্রাম্পকে তিন বছরের জন্য নিউ ইয়র্কে যেকোনো কর্পোরেশনের পরিচালক বা কর্মকর্তা হওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান ট্রাম্পের আইনজীবী আলিনা হাবা।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের করা এ মামলায় বলা হয়, ট্রাম্প ঋণ সুবিধা নেয়ার জন্য প্রায় এক দশক ধরে ব্যাংকারদের বোকা বানিয়ে তার মোট সম্পদের মূল্য প্রায় ৩৬০ কোটি ডলার বেশি দেখিয়েছেন। প্রেসিডেন্ট ও তার কোম্পানি ব্যাংক, বিমাকারী ও অন্যান্যদের সঙ্গে প্রতারণা করেছেন। অর্থায়ন নিশ্চিত করতে ট্রাম্প তার সম্পদ ও নেট মূল্যকে কাগজপত্রে অতিরঞ্জিত করে উপস্থাপন করেছেন।
ট্রাম্পের নামে আরও চারটি ফৌজদারি মামলা চলমান আছে, তবে সাবেক এ প্রেসিডেন্টের দাবি, ডেমোক্র্যাট জেমস রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব করছেন।
রায়ে ট্রাম্পের দুই ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পকে ৪০ লাখ ডলার করে জরিমানা দেয়ার নির্দেশ দেয়া হয়। ট্রাম্প তিন বছর নিউ ইয়র্কে কোনো ব্যবসা করতে পারবেন না আর তার দুই ছেলে দুই বছরের জন্য এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।
ট্রাম্প তার কোম্পানি বা এই কোম্পানির অধিভুক্ত কোনো প্রতিষ্ঠান তিন বছরের জন্য কোনো ঋণের আবেদন করতে পারবেন না।