যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে বুধবার বন্দুক হামলায় একজন নিহত ও কমপক্ষে ২১ জন আহত হয়েছেন।
দেশটির ন্যাশনাল ফুটবল লিগের ফাইনাল সুপার বোলে কানসাস সিটি চিফসের জয় উপলক্ষে প্যারেড ও র্যালির পর এ হামলা হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
কানসাস সিটি পুলিশের প্রধান স্ট্যাসি গ্রেভসের বরাত দিয়ে এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, বন্দুক হামলার ঘটনায় তদন্তের প্রয়োজনে তিনজনকে আটক করা হয়েছে। তিনি এ হামলাকে ‘ট্র্যাজেডি’ আখ্যা দিয়েছেন।
কানসাস সিটি ফায়ার সার্ভিসের অন্তর্বর্তীকালীন প্রধান রস গ্রুন্ডিসন জানান, বন্দুক হামলায় আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
চিল্ড্রেন’স মার্সি কানসাস সিটি হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ নার্সিং অফিসার স্টেফানি মেয়ার বুধবার সাংবাদিকদের জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে ১২ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়, যাদের মধ্যে ১১ জনের বয়স ৬ থেকে ১৫ বছর।
তিনি জানান, হাসপাতালে আসা রোগীদের মধ্যে ৯ জন গুলিতে আহত। অপর তিনজন পরিস্থিতির শিকার হয়ে আহত হন।
হামলায় হতাহত ব্যক্তির সংখ্যা নিরূপণে এখনও কাজ করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।