ইসরায়েলের সঙ্গে গাজার প্রস্তাবিত যুদ্ধবিরতির বিষয়ে উপত্যকার শাসক দল হামাস ‘সাধারণভাবে ইতিবাচক’ সাড়া দিয়েছে বলে জানিয়েছে কাতার।
যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্ততাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন বলে জানায় আল জাজিরা।
ব্লিঙ্কেন জানান, কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া ইসরায়েলি কর্মকর্তাদের জানানো হয়েছে।
তিনি জানান, মধ্যপ্রাচ্যে একটি সফরে আছেন ব্লিঙ্কেন। বুধবার ইসরায়েল সফর করার সময় এ নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।মঙ্গলবার দোহায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ব্লিঙ্কেন বলেছিলেন চুক্তিটি ‘অত্যাবশ্যক’।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি একটি চুক্তি প্রকৃতপক্ষে অপরিহার্য এবং সম্ভব। এর জন্য আমরা নিরলসভাবে কাজ চালিয়ে যাব।’
হামাস এক বিবৃতিতে জানায়, তাদের নেতারা যুদ্ধবিরতির চুক্তিটি পর্যালোচনা করেছে। এর মধ্যে ত্রাণ ও আশ্রয় নিশ্চিতকরণ, পুনর্গঠন, ১৭ বছরের ভয়াবহ অবরোধ প্রত্যাহার, ‘বন্দী বিনিময়’ প্রক্রিয়া সম্পন্ন করার মতো বিষয়গুলো বিস্তারিতভাবে রয়েছে।
গাজায় যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির জন্য একটি যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে কাজ করছে কাতার।
এর আগে হামাস জোরালোভাবে জানায়, যেকোনো চুক্তিতে অবশ্যই যুদ্ধ বন্ধ হতে হবে। কিন্তু ইসরায়েল বলেছে, হামাসকে ধ্বংস করা ছাড়া তারা যুদ্ধ থামাবে না।