ইরাক ও সিরিয়ায় ইরানের সেনাদের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় কয়েক দিন ধরে সিরিজ হামলার পরিকল্পনা অনুমোদন পেয়েছে বলে সিবিএস নিউজকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটি স্থানীয় সময় বৃহস্পতিবার জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার (বিশেষত গত রোববার জর্ডানের টাওয়ার ২২ সেনাঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত হওয়ার ঘটনায়) জবাবে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন প্রতিবেদকদের জানান, আমেরিকার সেনাদের ওপর হামলা বরদাশত করবে না যুক্তরাষ্ট্র।
বক্তব্যে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ ও লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার দিকে ইঙ্গিত করে অস্টিন বলেন, ‘এটি মধ্যপ্রাচ্যে মারাত্মক একটি মুহূর্ত।’
তিনি বলেন, ‘এ অঞ্চলে (মধ্যপ্রাচ্য) বৃহত্তর সংঘাত এড়াতে আমরা কাজ করে যাব, তবে যুক্তরাষ্ট্র, আমাদের স্বার্থ ও আমাদের জনগণের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব আমরা। একই সঙ্গে আমরা যখন দরকার, যেখানে দরকার এবং যেভাবে দরকার, সেভাবে জবাব দেব।’
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিবিএস নিউজকে জানান, হামলার সময়ের ক্ষেত্রে বড় বিবেচনার বিষয় হবে আবহাওয়া।
তাদের ভাষ্য, প্রতিকূল আবহাওয়াতে যুক্তরাষ্ট্রের হামলার সামর্থ্য থাকলেও বাছাইকৃত লক্ষ্যবস্তুগুলোকে ভালোভাবে যেন দেখা যায়, তা নিশ্চিত করতে চায় আমেরিকা।