যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রাথমিক নির্বাচনে বিজয়ী হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার উত্তর-পূর্বাঞ্চলীয় ট্রাম্প এবং দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হেইলি এ নির্বাচনে মুখোমুখি হন বলে জানিয়েছে রয়টার্স।
ফলাফলের পর হেইলি নিউ হ্যাম্পশায়ারবাসীর প্রতি তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ট্রাম্পকে অভিনন্দন জানান।
প্রতিবেদন বলছে, ট্রাম্প গত সপ্তাহে হওয়া আইওয়ার জয়ের গতি বজায় রাখতে চাইছিলেন। আর হেইলি নভেম্বরের সাধারণ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হওয়ার জন্য তার প্রচারণায় উৎসাহ অর্জন করতে চাইছেন।
নিউ হ্যাম্পশায়ারে প্রাক-নির্বাচনি জনমত জরিপে ট্রাম্প হেইলির চেয়ে এগিয়ে ছিলেন। সোমবার প্রকাশিত একটি জরিপে দেখা যায়, ৩৮ শতাংশ ভোটার হেইলিকে সমর্থন করছেন। অন্যদিকে ৫৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে ট্রাম্প হেইলির তুলনায় এগিয়ে আছেন।
গত সপ্তাহে ট্রাম্প আইওয়া ককাসে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছেন, হেইলি সেখানে তৃতীয় স্থানে ছিলেন।
আইওয়ার পর থেকে রিপাবলিকান প্রেসিডেন্ট পদের মনোনয়নে প্রতিযোগিতায় পরিবর্তন আসছে। সেখানে দ্বিতীয় স্থানে থাকা ডিস্যান্টিস এবং চতুর্থ স্থানে থাকা ব্যবসায়ী বিবেক রামাসোয়ামি প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।