বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জিম্মিদের তথ্য জানতে গাজায় লিফলেট ফেলল ইসরায়েল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ জানুয়ারি, ২০২৪ ০৯:৩৩

বার্তায় লেখা আছে, ‘আপনি বাড়ি ফিরতে চান? আপনি যদি তাদের (জিম্মি) মধ্যে একজনকে শনাক্ত করেন তবে অনুগ্রহ করে আমাদের জানান।’

হামাসের হাতে জিম্মিদের সম্পর্কে তথ্য জানতে চেয়ে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় লিফলেট ফেলেছে।

আল জাজিরার শনিবারের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার খান ইউনুস শরণার্থী শিবির এলাকায় উড়োজাহাজ থেকে জিম্মিদের ছবি ও যোগাযোগের ফোন নম্বরসহ লিফলেট ফেলেছে ইসরায়েল। সেই সঙ্গে লিফলেটে একটি বার্তা দেয়া হয়েছে।

বার্তায় লেখা আছে, ‘আপনি বাড়ি ফিরতে চান? আপনি যদি তাদের (জিম্মি) মধ্যে একজনকে শনাক্ত করেন তবে অনুগ্রহ করে আমাদের জানান।’

ইসরায়েল জানিয়েছে, গাজা উপত্যকায় এখনও হামাসের হাতে প্রায় ১৩৬ জন ইসরায়েলি জিম্মি রয়েছে। এ ছাড়া জিম্মিদের মধ্যে ২৭ জনের মৃত্যুর দাবি করেছে দেশটি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস আকস্মিক হামলা চালায়। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় টানা হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলা শুরুর পর ৯ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দেশটি।

টানা হামলার শিকার গাজায় খাবার, পানি, ওষুধ ও জ্বালানির সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কদিন আগে মিশরের রাফা ক্রসিং দিয়ে কয়েকটি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে ওই উপত্যকায়।

এতদিন গাজায় জ্বালানি প্রবেশে ইসরায়েলের অনুমতি ছিল না। বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক চাপের মধ্যে সম্প্রতি শুধু হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর জন্য জ্বালানির অনুমতি দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে সেখানে ঢুকেছে কয়েকটি জ্বালানিবাহী ট্রাক।

এ অবস্থায় গাজায় জিম্মি ব্যক্তিদের মুক্তি ও ইরসায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ও গাজায় মানবিক সহায়তায় পাঠানোর শর্তে গত ২৪ নভেম্বর প্রথম দফার যুদ্ধবিরতি শুরু হয়।

এর পর এই যুদ্ধবিরতি চলে সাত দিন। এই সাত দিনে হামাস ১১০ জনকে এবং ইসরায়েল মুক্তি দিয়েছে ২৪০ জনকে। আন্তর্জাতিক নানা মহলের চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়েনি।

এ বিভাগের আরো খবর