ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চারদিনের যুদ্ধবিরতির তৃতীয় দিনে রোববার দুপক্ষে ৫২ জন বন্দি বিনিময় হয়েছে বলে জানিয়েছে মিসর। ৩৯ ফিলিস্তিনির বিনিময়ে হামাস ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। আর ত্রাণসামগ্রী ও জ্বালানি নিয়ে গাজায় ঢুকেছে ১২০টি ট্রাক।
মিসরের রাষ্ট্রীয় তথ্য বিভাগের প্রধান দিয়া রাসওয়ানের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার রাতে এ তথ্য জানায়।
দিয়া রাসওয়ান জানান, তৃতীয় দফায় এই বন্দি বিনিময়ে ৩৯ ফিলিস্তিনির বিনিময়ে হামাস ১৩ জন ইসরায়েলিকে মুক্তি দিয়েছে। আর মিসরের রাফা সীমান্ত দিয়ে ওষুধসহ ত্রাণবাহী ১২০টি ট্রাক বিনা বাধায় গাজায় পৌঁছেছে। এর মধ্যে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের সিলিন্ডারবাহী দুটি করে ট্রাক রয়েছে।
দেড় মাসের বেশি সময় পর ফিলিস্তিনের গাজায় শুক্রবার যুদ্ধবিরতি শুরু করেছে ইসরায়েল ও উপত্যকার শাসক দল হামাস।