বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েলের কারাগার থেকে শুক্রবার মুক্ত ফিলিস্তিনি কারা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ নভেম্বর, ২০২৩ ১০:৫৯

ফিলিস্তিনি বন্দিদের ইসরায়েলি কারাগার থেকে দখলকৃত পশ্চিম তীরে দেশটির নিয়ন্ত্রিত ওফার কারাগারে আনা হয় শুক্রবার সন্ধ্যায়। সেখান থেকে স্থানীয় সময় রাত আটটায় তাদের মুক্তি দিয়ে রেড ক্রসের কাছে হস্তান্তর করে ইসরায়েল।

টানা সাত সপ্তাহ ধরে যুদ্ধ চলার পর স্থানীয় সময় শুক্রবার সকালে চার দিনের বিরতি শুরু করেছে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাস। এ যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শুক্রবার ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেয় ইসরায়েল।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের কারাগার থেকে গতকাল মুক্তি পাওয়া ৩৯ ফিলিস্তিনির মধ্যে ১৭ জন অপ্রাপ্তবয়স্ক। তারা হলো রামাল্লাহর ইউসেফ মোহাম্মদ মুস্তাফা, বেথলেহেমের কুসাই হানি আলি আহমাদ, কালকিলাইয়ার জিবরিল ঘাসসান ইসমাইল জিবরিল, আল-খলিল এলাকার মোহাম্মদ আহমাদ সুলেইমান আবু রজব, রামাল্লাহর আহমাদ নু’মান আহমাদ আবু না’ইম, আল-খলিলের বারা বিলাল মাহমদু রাবি, কালকিলাইয়ার আবান ইয়াদ মোহাম্মদ সাইদ হাম্মাদ, আল-খলিলের মোয়াতাজ হাতেম মুসা আবু আরাম, জেরুজালেমের ইয়াদ আবদুল কাদের মোহাম্মদ খাতিব, রামাল্লাহর হাজমা লাইত খলিল ওসমান ওসমান, রামাল্লাহর মোহাম্মদ মাহমুদ আইয়ুব দার দারবিশ, আরিহার জামাল খলিল জামাল বারাহমেহ, নাবলুসের জামাল ইউসেফ জামাল আবু হামদান, একই এলাকার মোহাম্মদ আনিস সলিম তারাবি, জেরুজালেমের আবদুল রহমান আবদুল রহমান সুলেইমান রিজক, একই এলাকার জেইনা রাইদ আবদু এবং নাবলুসের নুর মোহাম্মদ হাফিজ আল-তাহির।

উল্লিখিত ১৭ জনের মধ্যে জেইনা ও নুর মেয়ে। বাকিরা ছেলে।

যুদ্ধবিরতির মধ্যে প্রথম দফায় মুক্ত হওয়া বাকি ২২ ফিলিস্তিনি হলেন নারী। তাদের মধ্যে রয়েছেন রামাল্লাহর রাওয়ান নাফিজ মোহাম্মদ আবু মাতার, জেরুজালেমের মারাহ জুদাত মুসা বাকির, একই এলাকার মালাক মোহাম্মদ ইউসেফ সুলেইমান, আমানি খালেদ নু’মান হাশিম, নিহায়া খাদের হুসেইন সাওয়ান, ফাইরুজ ফায়েজ মাহমুদ আল-বো, নাবলুসের তাহরির আদনান মোহাম্মদ আবু সুরিয়া, ফালাস্তিন ফরিদ আবদুল লতিফ নাজম, তুলকারেমের ওয়ালা খালেদ ফাওজি তানজা, নাবলুসের মারিয়াম খালেদ আবদুল মাজিদ আরাফাত, একই এলাকার আসিল মুনির ইব্রাহিম আল-তাইতি, জেরুজালেমের আজহার সাইর বকর আসাফ, তুলকারেমের রাঘদ নাশাত সালাহ আল-ফান্নি, জেরুজালেমের ফাতিমা নু’মান আলি বদর, বেথলেহেমের রাওদা মুসা আবদুল কাদের আবু উজাইমা, নাবলুসের আরা আইমান আবদুল আজিজ আবদুল্লাহ আল-সুওয়েইসা, বেথলেহেমের ফাতিমা ইসমাইল আবদুল রহমান শাহিন, জেরুজালেমের সামিরা আবদুল হারবাউয়ি, কালকিলাইয়ার সামাহ বিলাল আবদুল রহমান সউফ, নাবলুসের ফাতিমা বকর মুসা আবু শালাল, রামাল্লাহর হানান সালেহ আবদুল্লাহ আল-বারঘুতি ও জেনিনের ফাতিমা নাসর মোহাম্মদ আমারনাহ।

ফিলিস্তিনি এ বন্দিদের ইসরায়েলি কারাগার থেকে দখলকৃত পশ্চিম তীরে দেশটির নিয়ন্ত্রিত ওফার কারাগারে আনা হয় শুক্রবার সন্ধ্যায়। সেখান থেকে স্থানীয় সময় রাত আটটায় তাদের মুক্তি দিয়ে রেড ক্রসের কাছে হস্তান্তর করে ইসরায়েল।

এ বিভাগের আরো খবর