ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে এক্সে (সাবেক টুইটার) ভাইরাল হওয়া ছবিটি বাস্তব নয় জানিয়ে শচীন টেন্ডুলকারের মেয়ে সারাহ টেন্ডুলকার দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের (এআই) মাধ্যমে তাকে হেয় করার জন্য এটি তৈরি করা হয়েছে।
নিজের ভেরিফাইড ইন্সট্রগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় তিনি এ দাবি করেন। পাশাপাশি তার কোনো এক্স অ্যাকাউন্ট নেই বলেও স্পষ্ট করেছেন সারাহ।
তিনি লিখেছেনন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের আনন্দ, দুঃখ ও প্রতিদিনকার ঘটনা শেয়ার করার চমৎকার একটি প্ল্যাটফর্ম। কিন্তু প্রযুক্তির অপব্যবহারে এটি মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যাচ্ছে। আমি এক্সে আমার কিছু মিথ্যা ছবি দেখলাম, যা আমার ভক্ত ও অন্য মানুষকে ভুল বোঝানোর জন্য বানানো হয়েছে। এক্সে আমার কোনো অ্যাকাউন্ট নেই।’
বিনোদনের উদ্দেশ্য কাউকে ছোট করা নয় জানিয়ে তিনি এক্স কর্তৃপক্ষের কাছে এসব ছবি তৈরিতে জড়িত অ্যাকাউন্ট বন্ধের দাবি জানান।
শচীনকন্যা সারা ও ক্রিকেটার শুভমান গিলের প্রেমের গুঞ্জন নিয়ে অনেকদিন ধরেই ভারতীয় গণমাধ্যমে আলোচনা হচ্ছে। শচীন কন্যার আগেও ক্যাটরিনা কাইফ, কাজল, রাশমিকাসহ অনেক অভিনেত্রী এই ডিপফেইক ছবির বিষয়ে জানিয়েছেন।