গাজা শহরের আল-শিফা হাসপাতালের বাইরে একটি অ্যাম্বুলেন্সে হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল।
এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে ও ৫০ জন আহত হয়েছে বলে সিএনএনের শুক্রবারের প্রতিবেদনে জানানো হয়।
১৫ থেকে ২০ জন গুরুতর আহত ব্যক্তিকে নিয়ে রাফা ক্রসিংয়ের দিকে যাওয়ার সময় আল-শিফা হাসপাতালের গেটে এ হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলের দাবি, হামাস সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিল। তাই তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, একটি আইডিএফ বিমান একটি অ্যাম্বুলেন্সকে আঘাত করেছে। অ্যাম্বুলেন্সটি হামাস যোদ্ধাদের দ্বারা যুদ্ধ অঞ্চলে ব্যবহার করা হচ্ছিল।
গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওই সময় আল-শিফা হাসপাতালে ছিলেন। তিনি ইসরায়েলকে এ হামলার জন্য দায়ী করেছেন।
তবে অ্যাম্বুলেন্স ব্যবহারের বিষয়টি হামাস নিশ্চিত করে নি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার সপ্তাহ ধরে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।
আল জাজিরা শুক্রবার জানায়, ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে কমপক্ষে ৯ হাজার ৬১ জন, যাদের মধ্যে তিন হাজার ৭৬০ শিশু ও দুই হাজার ৩২৬ জন নারী। উপত্যকায় আহত হয়েছে কমপক্ষে ৩২ হাজার ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছেন চার হাজার ৮৯১ নারী ও ছয় হাজার ৩৬০ শিশু।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার পর উপত্যকায় এক দিনের জন্যও বোমাবর্ষণ বন্ধ করেনি ইসরায়েলি। সামরিকভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রটির বোমা থেকে রেহাই পাচ্ছে না জাতিসংঘের স্কুল, হাসপাতাল, মসজিদ, গির্জাও।
বোমা হামলার পাশাপাশি গাজায় স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। দেশটির ভাষ্য, উপত্যকা থেকে হামাসকে নির্মূল করতেই এমন অভিযান চালানো হচ্ছে।