বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কানাডার ৪১ কূটনীতিককে ‘ফিরিয়ে নিতে বলেছে’ ভারত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ অক্টোবর, ২০২৩ ১৩:১৪

চলতি বছরের জুনে ব্রিটিশ কলাম্বিয়ার শিখ নেতা নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের নয়াদিল্লির যোগসূত্র থাকতে পারে, এমন তথ্য প্রকাশ্যে আসে সম্প্রতি।

শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যা নিয়ে চলমান সংকটময় পরিস্থিতিতে আগামী ১০ অক্টোবরের মধ্যে ৪১ কূটনীতিকতে ফিরিয়ে নিতে কানাডাকে বার্তা পাঠিয়েছে ভারত।

ভারতীয় একটি সূত্রের বরাতে ফিন্যান্সিয়াল টাইমসে এ খবর দেয়া হয়েছে বলে মঙ্গলবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। তবে সংশ্লিষ্ট কেউ এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব কূটনীতিকদের চলে যেতে হুমকি দিয়েছে ভারত। ভারত বলেছে, তাদের দেশে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন। এই সংখ্যা কমিয়ে আনতে হবে।

অবশ্য এ নিয়ে ভারত বা কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া যায়নি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর আগে বলেছিলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতার পরিবেশ এবং ভীতি প্রদর্শনের পরিবেশ ছিল। সেখানে শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতি নয়াদিল্লিকে হতাশ করেছে।

চলতি বছরের জুনে ব্রিটিশ কলাম্বিয়ার শিখ নেতা নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের নয়াদিল্লির যোগসূত্র থাকতে পারে, এমন তথ্য প্রকাশ্যে আসে সম্প্রতি।

গত মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে দাঁড়িয়ে জানান, কানাডার কাছে শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে।

এ ঘটনার জেরেই দ্বন্দ্বে জড়ায় ভারত ও কানাডা। পাল্টাপাল্টি বক্তব্যের পাশাপাশি এরই মধ্যে দুই দেশই দু দেশের কূটনীতিকতে বহিষ্কার করেছে। বিশ্ব রাজনীতি মোড় নিয়ে নতুন দিকে।

কানাডায় প্রায় ৭ লাখ ৭০ হাজার শিখ বসবাস করে। তাদের নিজ রাজ্য পাঞ্জাবের বাইরে অন্য কোনো অঞ্চলে বসবাস করা এটাই শিখদের সর্বোচ্চ জনসংখ্যা।

শিখ নেতা নিজ্জার হত্যাকাণ্ড ঘিরে কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে অনেক। কানাডা খালিস্তানপন্থি আন্দোলনকারীদের সমর্থন করে তাদের আশ্রয় দেয় বলে অভিযোগ ভারতের।

এ বিভাগের আরো খবর