বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্ষণের শিকার অর্ধনগ্ন শিশুটি ঘুরছিল রাস্তায় রাস্তায়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৭

মেয়েটি আমাদের সঠিকভাবে বলতে পারেনি যে, সে কোথা থেকে এসেছে। তবে তার উচ্চারণ থেকে বোঝা যায় সে উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে এসেছে।

ধর্ষণের শিকার হয়ে রক্তাক্ত অর্ধগগ্ন শিশুটি ঘুরছিল রাস্তায় রাস্তায়। এভাবে ঘুরে ঘুরে মানুষের কাছে সহায়তা চাইছিল সে, তবে পায়নি। উল্টো একজন তো তাড়িয়েই দিলেন তাকে।

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের বাদনগর রোডের এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

সম্প্রতি ১২ বছর বয়সী এই শিশুটি ওইভাবে ঘুরতে ঘুরতে সাহায্যের জন্য একটি আশ্রমে গিয়ে পৌঁছায়। সেখানে একজন পুরোহিত সন্দেহ করেন, সে যৌন সহিংসতার শিকার।

তোয়ালে দিয়ে তার শরীর ঢেকে জেলা হাসপাতালে নিয়ে যান পুরোহিত। হাসপাতালে ডাক্তারি পরীক্ষায় তাকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের শিকার শিশুটির অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে রক্ত দিতে হয়েছে। এ ক্ষেত্রে এগিয়ে এসেছে পুলিশ। তার অবস্থা এখন স্থিতিশীল।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা দিপা সিন্ধে মেয়েটির নাম জানতে চেয়েছিলেন। তবে সে তার নাম বা কোনো পরিচয় দিতে পারেনি। তার বাসা কোথাও সে সম্পর্কেও কিছু জানাতে পারেনি সে। অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এ ঘটনায় একটি ধর্ষণের মামলা হয়েছে।

উজ্জয়িনী পুলিশ প্রধান শচীন শর্মা বলেছেন, অপরাধীদের শনাক্ত করতে এবং দ্রুত ধরতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, আমরা একটি বিশেষ তদন্ত দল গঠন করেছি এবং এটি নিবিড়ভাবে দেখছি। জনগণের কাছে আবেদন করছি, কোনো তথ্য পেলে পুলিশকে জানান।

কোথায় মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। শিগগিরই আমরা তথ্য নিয়ে আসব।

তিনি বলেন, মেয়েটি আমাদের সঠিকভাবে বলতে পারেনি যে, সে কোথা থেকে এসেছে। তবে তার উচ্চারণ থেকে বোঝা যায় সে উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে এসেছে।

এ বিভাগের আরো খবর