দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন জানান, দ্রুতগতির ট্রাকটি ধাক্কা দেয়ার সময় বাসের পেছনে ছিলেন চালক ও কিছু যাত্রী।
ভারতের রাজস্থানের ভারতপুরে বুধবার জাতীয় মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় কমপক্ষে ১১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
পুলিশের ভাষ্য, বাসটি রাজস্থানের পুশকার থেকে উত্তর প্রদেশের বৃন্দাবন যাচ্ছিল। পথে ভোররাত সাড়ে ৪টার দিকে এটি দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন জানান, দ্রুতগতির ট্রাকটি ধাক্কা দেয়ার সময় বাসের পেছনে ছিলেন চালক ও কিছু যাত্রী।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর লাখানপুর এলাকার আনত্রা ফ্লাইওভারে থেমে যায় বাসটি।
পুলিশ জানায়, ট্রাকের ধাক্কায় পাঁচ পুরুষ ও ছয় নারী ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।