বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পক্ষত্যাগী রুশ পাইলটকে ৫ লাখ ডলার দেবে ইউক্রেন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৩

অনলাইন নিউজ সাইট ইউক্রেনস্কা প্রাভদার তথ্য অনুযায়ী, ম্যাক্সিম কুজমিনভ ইউক্রেনে আসার সময় তার সঙ্গে দুইজন রাশিয়ান ক্রু হেলিকপ্টারটিতে ছিলেন। তারা কুজমিনভের পক্ষত্যাগের বিষয়ে অবগত ছিলেন না।

যুদ্ধে রাশিয়ার পক্ষ ত্যাগ করে এমআই-৮ হেলিকপ্টার নিয়ে ইউক্রেনে চলে যাওয়া পাইলটকে পুরস্কৃত করা হবে।

ম্যাক্সিম কুজমিনভকে পাঁচ লাখ ডলার দেয়া হবে বলে মঙ্গলবার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসভ।

আল জাজিরার বুধবারের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের একটি টেলিভিশনে পুরস্কারের ঘোষণা দিয়ে ইউসভ রাশিয়ার সামরিক কর্মীদের কিয়েভের পক্ষ অনুসরণের আহ্বান জানান।

২৮ বছর বয়সী রুশ হেলিকপ্টার পাইলট কুজমিনভের পক্ষত্যাগের ঘটনাটি ইউক্রেনের সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে।

অনলাইন নিউজ সাইট ইউক্রেনস্কা প্রাভদার তথ্য অনুযায়ী, ম্যাক্সিম কুজমিনভ ইউক্রেনে আসার সময় তার সঙ্গে দুইজন রাশিয়ান ক্রু হেলিকপ্টারটিতে ছিলেন। তারা কুজমিনভের পক্ষত্যাগের বিষয়ে অবগত ছিলেন না। ওই দুজনকে আত্মসমর্পণ করতে বলা হলেও তারা তাতে অস্বীকৃতি জানান। পরে ইউক্রেনীয় বাহিনীর হাতে নিহত হন তারা।

এম আই-৮ হেলিকপ্টারটি রুশ যুদ্ধবিমানের খুচরা যন্ত্রাংশও বহন করছিল।

প্রতিবেদনে বলা হয়, পাইলটের পরিবার এর আগে রাশিয়া থেকে পালিয়ে গিয়েছিল। তারা ইউক্রেনে ছিল বলে খবর পাওয়া যায়।

স্থানীয় নিউজ আউটলেট ইউক্রেন মিডিয়া সেন্টারের তথ্য অনুযায়ী, কুজমিনভ নিজ উদ্যোগে ইউক্রেনের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

অস্ত্র ও সামরিক সরঞ্জামসহ যেসব রুশ সেনা ইউক্রেনের সমর্থনে দেশ ছাড়বেন, তাদের জন্য পুরস্কারের একটি আনুষ্ঠানিক তালিকা আছে। উদাহরণ হিসেবে বলা যায়, একটি রুশ ট্যাংকের জন্য পুরস্কার দেয়া হবে ১ লাখ ডলার।

এ বিভাগের আরো খবর