ভারতের মিজোরামে নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৬ এ দাঁড়িয়েছে।
রাজ্যের আইজল শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় বুধবার সকাল ১০টার দিকে রেলওয়ে সেতু ধসে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ৩০ থেকে ৪০ জন শ্রমিক উপস্থিত ছিলেন। সেতু ধসে অনেক শ্রমিক আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
তবে, পুলিশের দাবি, ঘটনাস্থলে তখন ২৮ জন শ্রমিক ছিলেন।
মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানান, উদ্ধার অভিযান চলছে। প্রয়োজনীয় সব সহায়তা দিতে রাজ্য সরকার তৎপর।
সেতু ধসের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুঃখ প্রকাশ করেছেন।
তিনি দুর্ঘটনায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে দুই লাখ টাকা ও আহত শ্রমিকদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।