বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্লোটিলা থেকে আটক গ্রেটা থুনবার্গকে নির্যাতনের অভিযোগ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ অক্টোবর, ২০২৫ ০০:৪৪

ইসরায়েলি কারাগারে অমানবিক আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন সুইডিশ পরিবেশ বিষয়ক অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ থেকে তাকে আটক করে ইসরাইল। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। তবে থুনবার্গকে যেই সেলে রাখা হয়েছে সেখানে তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলে জানিয়েছে সুইডিশ কর্তৃপক্ষ। তাদের তরফে বলা হয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশ এবং পোকামাকড়ে জর্জরিত একটি সেলে তাকে আটকে রেখেছে ইসরায়েল। পাশাপাশি তাকে পর্যাপ্ত খাবার ও পানি দেয়া হচ্ছে না। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, থুনবার্গের সঙ্গে বৈঠক করা এক সুইডিশ কূটনীতিকের পাঠানো ইমেইলে জানানো হয়েছে, তিনি অভিযোগ করেছেন যে তাকে পর্যাপ্ত পানি ও খাবার দেওয়া হয়নি। এতে তিনি ডিহাইড্রেশনের সমস্যায় ভুগছেন। থুনবার্গ আরও জানান, বিছানায় পোকার কারণে তার শরীরে চুলকানি শুরু হয়েছে। আটক হওয়া অন্য এক ব্যক্তির দাবি, থুনবার্গকে পতাকা ধরিয়ে ছবি তোলার জন্য জোর করা হয়। যদিও সেই পতাকার পরিচয় জানানো হয়নি। তবে ভিন্ন একটি সূত্র বলছে, থুনবার্গকে ইসরায়েলি পতাকায় চুমো দিতে বাধ্য করা হয় এবং তার গায়ের ওপর দিয়ে পতাকা মুড়ে দেয়া হয়। এছাড়া থুনবার্গকে চুল ধরে টেনে নিয়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে।ফ্লোটিলার ওই নৌবহর থেকে আরও ৪৩৭ জন অ্যাক্টিভিস্ট, সংসদ সদস্য ও আইনজীবীকে আটক করেছে ইসরায়েল। নৌবহরটিতে মোট ৪০টি জাহাজ অংশ নেয়। যার সবগুলোকেই আটক করে নিজেদের বন্দরে নিয়ে গেছে ইসরায়েল। আটক হওয়া এসব ব্যক্তির অধিকাংশকেই কেটজিওট নামের উচ্চ নিরাপত্তা বিশিষ্ট একটি কারাগারে রাখা হয়েছে। ফিলিস্তিন থেকে আটক হওয়া বেশির ভাগকেই এই কারাগারে রাখা হয়। এদিকে সুইডিশ কূটনীতিকদের জানানো হয়েছে, থুনবার্গকে একটি নথিতে সই করাতে চাপ সৃষ্টি করে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে থুনবার্গ সেই নথিতে সই করতে রাজি হননি। এসব অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি দূতাবাস। তারা দাবি করেছে, আটককৃত সবাইকে পর্যাপ্ত পানি, খাবার এবং শৌচাগারের সুবিধা দেওয়া হয়েছে এবং তাদের আইনগত অধিকার পুরোপুরি রক্ষা করা হয়েছে।অন্যদিকে সুইডিশ মন্ত্রণালয় জানিয়েছে, তারা আটককৃতদের জন্য জরুরি চিকিৎসা সহায়তার উপর জোর দিয়েছে এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও ত্বরিত করতে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

এ বিভাগের আরো খবর