উত্তর কোরিয়ার চিফ অফ দ্য জেনারেল স্টাফ পাক সু ইলকে ‘বরখাস্ত’ করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রি ইয়ং গিলকে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে বৃহস্পতিবার এক খবরে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার সামরিক বাহিনীর শীর্ষ পদে সাত মাস ধরে থাকা জেনারেলকে সরিয়ে দিয়েছেন। এর পাশাপাশি অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সামরিক মহড়া সম্প্রসারণ ও সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
কিম বুধবার সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে উত্তর কোরিয়ার শত্রুদের ঠেকাতে পাল্টা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সেই শত্রু কারা, তা বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করেনি কেসিএনএ।
কেন্দ্রীয় সামরিক কমিশনের সঙ্গে কিমের বৈঠকের এজেন্ডা ছিল যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি, যার মধ্যে রয়েছে আরও জোরালো হামলার উপায় বের করা এবং যুদ্ধের জন্য নিখুঁত সামরিক প্রস্তুতি গ্রহণ।
প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী ৯ সেপ্টেম্বর মিলিশিয়াদের কুচকাওয়াজ আয়োজনের প্রস্তুতি নিয়েছে উত্তর কোরিয়া।
আগামী ২১ ও ২৪ আগস্ট যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পরবর্তী সামরিক মহড়া আয়োজনের কথা রয়েছে।
উত্তর কোরিয়ার দাবি, এ ধরনের মহড়া তাদের নিরাপত্তার জন্য হুমকি। ভবিষ্যৎ হামলার প্রস্তুতি হিসেবে এ ধরনের মহড়ার আয়োজন করা হয়ে থাকে।